২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার

উদাহরণ হতে পারেন স্টার্লিং

- Advertisement -

পাঁচ বছরের চুক্তিতে সাড়ে ৪৭ মিলিয়ন ইউরোতে ইতিহাদ থেকে স্ট্যামফোর্ড ব্রিজে এসেছেন রাহিম স্টার্লিং। নতুন মালিকানার চেলসির এবারে ট্রান্সফার মার্কেটে তাদের সবচাইতে বড় সাইনিং এই ইংলিশ উইঙ্গার। এই ফুটবলারকে পাওয়ার জন্য বেশ মুখিয়ে ছিলেন ব্লুজ কোচ থমাস টুখেল। এবার বুনছেন স্বপ্নের জাল।

“আশা করি সে আমাদের জন্য অনেক বড় সম্পদ হতে যাচ্ছে। আমার কাছে সে অনেক বড় খেলোয়াড়, ইংলিশ ফুটবলে গেলো মৌসুম গুলোতে  সে দারুণ প্রভাব রেখেছে। দায়িত্ব নিতে এবং আমাদের তরুণ খেলোয়াড়দের সামনে উদাহরণ হতে সে সঠিক বয়সে রয়েছে।”

স্টারলিংয়ের খেলার ধরণ-সাফল্য ক্ষুধা আগেই মুগ্ধ করেছিলো জার্মান টুখেলকে। ঠিক যেমনটা চেয়েছেন তেমনটাই পেয়েছেন।

চেলসিতে নাম লিখিয়েছেন স্টারলিং

“এই বয়সে সে বছরের পর বছর যা দিয়ে যাচ্ছে, দায়িত্বের প্রতি তার যে ক্ষুধা সাথে তাঁর খেলার ধরণ, সবই অসাধারণ। এটা প্রিমিয়ার লিগের মানদণ্ড এবং আমাদের ঠিক এটাই প্রয়োজন।”

ইংল্যান্ডের হয়ে দশ বছরের ক্যারিয়ারে খেলেছেন ৭৭ ম্যাচ, গোল আছে ১৯ টি। সদ্য বিদায় জানানো সিটিতে খেলেছেন ২২৫ ম্যাচ। কাটিয়েছেন ৭ মৌসুম, আছে ৯১ গোল আর চার ইপিএল টাইটেল।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img