২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার

এইচপি দলের স্পিন পরামর্শক হচ্ছেন রাজ্জাক

- Advertisement -

জাতীয় দলের সাবেক স্পিনার, জাতীয় দলের বর্তমান নির্বাচক। আব্দুর রাজ্জাক শুধু এতোটুকুতেই সীমাবদ্ধ থাকছেন না, আগামী মাস থেকে শুরু হতে যাওয়া হাই পারফরম্যান্স দলের ক্যাম্পে তিনি যোগ দিতে যাচ্ছেন স্পিন বোলিং পরামর্শক হিসেবে। রাজ্জাকের বিশ্বাস, তার জন্য এটা হবে দারুণ এক অভিজ্ঞতা।

“সব ঠিক থাকলে আমি এইচপি দলের সাথে যোগ দিতে যাচ্ছি। এর মানে এই না যে আমার লক্ষ্য কোচিংয়ে চলে গেছে। দীর্ঘ সময় ক্রিকেটের সাথে থাকায় আমার অসংখ্য অভিজ্ঞতা হয়েছে। আমি সেগুলোই তরুণ খেলোয়াড়দের সাথে শেয়ার করতে চাই। এর ফলে ওরা যদি উপকৃত হয়, তাহলে সেটা হবে দারুণ ব্যাপার”ক্রিকবাজকে বলেছেন রাজ্জাক

এইচপির মূল দায়িত্বে থাকা নাঈমুর রহমান দুর্জয়ের বিশ্বাস রাজ্জাকের উপস্থিতি অনুপ্রাণিত করবে তরুণদের। ক্রিকবাজকে দুর্জয় বলেছেন, “আমি নিশ্চিত যদি সে সময় বের করতে পারে তাহলে সে দারুণ করবে। তার সাথে সময় কাটানোটা তরুণদের অনুপ্রাণিত করবে, তাদের স্কিলে অনেক উন্নতি হবে।”

সব ঠিক থাকলে মে মাসের ১৪ তারিখ থেকে শুরু হবে এইচপি দলের ক্যাম্প। প্রধান কোচকে ছাড়াই শুরু হবে এইচপি দলের অনুশীলন।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img