২০ এপ্রিল ২০২৪, শনিবার

এই চেলসিকে রুখবে কে?

- Advertisement -

কি সুপার কাপ, কি চ্যাম্পিয়ন্স লিগ, কি ইংলিশ প্রিমিয়ার লিগ- চেলসি যেন হারতেই ভুলে গেছে। আজ (রোববার) ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের পঞ্চম ম্যাচে টটেনহ্যাম হটস্পার্সের বিপক্ষে ৩-০ গোলের জয় তুলে নিয়েছে থমাস তুখেলের দল। গোল করেছেন থিয়াগো সিলভা, এনগোলো কান্তে ও আন্তোনিও রুডিগার। এই নিয়ে মৌসুমে টানা ৭ ম্যাচ অপরাজিত চেলসি, যার ৬টিতেই জিতেছে তারা।

টটেনহ্যামের ঘরের মাঠে প্রথমার্ধে খুব বেশি সুবিধা করতে পারেনি চেলসি। বরং দুই মিনিটেই গোল পেয়ে এগিয়ে যেতে পারতো টটেনহ্যাম, যদি না হেডারটি মিস করতেন জিওভানি লো সেলসো। ৩৩ মিনিটে সন হিউং মিনও প্রায় গোল করেই ফেলেছিলেন। সে তুলনায় চেলসি খুব বেশি সুযোগ সৃষ্টি করতে পারেনি।

চেলসিকে এগিয়ে দেন থিয়াগো সিলভা

তবে দ্বিতীয়ার্ধের শুরুতে মেসন মাউন্টকে তুলে নিয়ে এনগোলো কান্তেকে নামানোর  পর থেকেই যেন স্বরূপে ফেরে চেলসি। ৪৯ মিনিটে মার্কোস আলোনসোর কর্নার কিকে মাথা ছুঁইয়ে গোলমুখ খোলেন থিয়াগো সিলভা। ৫৭ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ করেন এনগোলো কান্তে। চেলসির হয়ে ৪৯ ম্যাচ পর গোল করলেন কান্তে।

এরপর আর ম্যাচে ফিরতে পারেনি টটেনহ্যাম। অতিরিক্তি সময়ে মেসন মাউন্টের পাস থেকে আন্তোনিও রুডিগারের গোলটি নুনো এসপিরিতো সান্তোর দলের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেয়।

এই জয়ে ৫ ম্যাচ শেষে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে চেলসি।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img