১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার

‘এই বিজয় দেশের সব ক্রীড়াবিদ ও নারীদের দারুণভাবে অনুপ্রাণিত করবে’

- Advertisement -

সাফ জয়ী নারী ফুটবল দলের এমন সাফল্য পুরো দেশকে যারা গর্বিত করেছে, আনন্দে ভাসাচ্ছে। আনন্দ স্পর্শ করেছে পুরো দেশের সব মহলকে। ব্যতিক্রম নয় দেশের সবচাইতে জনপ্রিয় খেলা ক্রিকেট এর মহলও। সাকিব-তামিম-মুশফিক থেকে শুরু করে ক্রিকেট বোর্ড সকলেই অভিবাদন জানিয়েছেন অনেক আগেই। এবার এসেছে পুরস্কারের ঘোষণা। সাফ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে ৫০ লক্ষ টাকা অর্থ পুরস্কার দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)।

এই পুরস্কারের খবর এসেছে স্বয়ং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের মাধ্যমে। বুধবার পাপন জানান, ‘‘অবিশ্বাস্য পারফরম্যান্স ও ঐতিহাসিক অর্জনে মেয়েদের ফুটবল দল পুরো জাতিকে করেছে গর্বিত। তাদের প্রচেষ্টার জন্য আমাদের অনুপ্রাণিত করা ও সমর্থনের নিদর্শন হিসেবে আমি বিসিবির পক্ষ থেকে পুরো দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করছি।’’

বিমানে ওঠার আগে

এমন অর্জন দেশের সকল নারী এবং সব সেক্টরের ক্রীড়াবিদদের জন্য উদাহরণ হয়ে থাকবে, এমনটাই মনে করেন বিসিবি সভাপতি, ‘‘আমার কোনও সন্দেহ নেই যে মেয়েদের সাফের শিরোপা জয় দেশের সব ক্রীড়াবিদ ও নারীদের দারুণভাবে অনুপ্রাণিত করবে। এটা বিভিন্ন অঙ্গনে আন্তর্জাতিক সাফল্য অর্জনে উজ্জীবিত করবে ক্রীড়া দলগুলোকে।’’

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img