১১ মে ২০২৫, রবিবার

এক পা নেই তারপরেও বিশ্বজয়, মার্চিন ওলেক্সকি তোমাকে অভিবাদন

- Advertisement -

রাতটা ছিলো আর্জেন্টিনাময়, রাতটা ছিলো মেসির। ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডের আট ক্যাটাগরির চারটিই আর্জেন্টিনার ঘরে। তবে একটা জায়গায় এসে সবার চোখ বোধ হয় আটকে যাবার কথা, আটকে যাবেই। সেটা ফিফা পুসকাস অ্যাওয়ার্ড জয়ী মার্চিন ওলেক্সকির গোল দেখে। এক পা নেই তবুও কি দুর্দান্ত গোল, কি অসাধারন ফিনিশিং। আপনি ওলেক্সকিতে মুগ্ধ হবেনই।

প্রতিবন্ধকতা কোনো বিষয় নয়। যদি থাকে মনোবল ও প্রবল ইচ্ছাশক্তি তাহলে তুরিতেই বিশ্বজয় করা যায়। বছরের সেরা গোলের নামের তালিকায় ছিলো ব্রাজিলিয়ান সেনসেশন রিচার্লিসন, সাবেক ফরাসি অ্যাটাকিং মিডফিল্ডার দিমিত্রি পায়েতের নাম। তবে মার্চিন ওলেক্সকি নামটির সাথে আপনি হয়তো এর আগে পরিচিত ছিলেন না, বোধ হয় জানার কথাও না। নামটি এখন থেকে আপনার ঠিকই মনে থাকবে। তাঁর গোল আপনাকে নামটি মনে রাখতে বাধ্য করবে।

ফুটবলে বাইসাইকেল কিক সব সময়ই দেখার মতো। মাঝেসাঝেই এরকম দর্শনীয় গোলের দেখা মেলে। বিশ্বকাপে অসাধারণ একটি বাইসাইকেল কিকে গোল করে আলোচনায় আসেন রিচার্লিসন। আর যে গোল বছরের সেরা গোলের মনোনয়নও পায়। তবে এক পায়ে ভর করে বাইসাইকেল কিকে গোল করা বোধ হয় আরও আকর্ষণীয়। যার জন্যই বছরের সেরা গোলের পুরস্কারটি  মার্চিন ওলেক্সকির হাতে।

মার্চিন ওলেক্সকি কাজ করতেন রাস্তায়। তেইশ বছর বয়সে এক দুর্ঘটনায় হারাতে হয় নিজের বাঁ পা। তবে দমে যান নি। প্রতিবন্ধকতাকে জয় করে নাম লেখান পোল্যান্ডের প্যারা ফুটবল দলে। ২০২২ প্যারা ফুটবল বিশ্বকাপে নিজের দেশের প্রতিনিধিত্বও করেছেন।

প্রথমবারের মতো ওলেক্সকি জিতলেন সেরা গোলের এই অ্যাওয়ার্ডটি। যা ফুটবলে প্রতিবন্ধকতার বিরূদ্ধে এক অসাধারন বার্তা। ইচ্ছাশক্তি আর মেধা থাকলে যে সব কিছুই করা সম্ভব তার অনন্য উদাহরণ হয়ে থাকবে ওলেক্সকির এই অর্জন।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img