২৪ এপ্রিল ২০২৪, বুধবার

এত কিছুর পরও সাকিবেই সমাধান খুঁজছে বিসিবি

- Advertisement -

টেস্টের পর টি-টোয়েন্টিতেও সাকিব আল হাসানই হতে যাচ্ছেন অধিনায়ক, সেটা একপ্রকার নিশ্চিতই ছিল। মাঝখানে বেটউইনার-বিতর্কে অধিনায়কত্ব তো পরের কথা, হুমকির মুখে ছিল সাকিবের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারও। বেটউইনার অথবা জাতীয় দল, দুটোর যেকোনো একটা বেছে নেয়ার সুযোগ ছিল বিশ্বসেরা অলরাউন্ডারের সামনে। সাকিব জাতীয় দলকেই বেছে নিয়েছেন। তবে সাকিবের আচরণে হতাশ বিসিবি। প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে নাজমুল হাসান পাপন জানিয়েছেন,

“ওকে আমরা টেস্ট ক্যাপ্টেন করলাম, টি-টোয়েন্টি ক্যাপ্টেন করব বলে ঠিক করলাম…আর ও কি না এমন একটা কাণ্ড করল!”

সাকিবকে নিয়ে বোর্ডের কি পরিকল্পনা ছিল সেটাও লুকোননি বোর্ড সভাপতি, “আমি ভেবেছিলাম, এক-দেড় বছরের মধ্যে সাকিব টেস্ট আর টি-টোয়েন্টি দলটাকে একটু গুছিয়ে দেবে। ২০২৪ সাল আসতে আসতে আমরা একটা কাঠামো দাঁড় করিয়ে ফেলতে পারব।”

তবুও, সাকিবকে শেষ একটা সুযোগ দিতে চান নাজমুল হাসান পাপন, বিশ্বসেরা অলরাউন্ডারকেই করতে চান অধিনায়ক। এত কিছুর পরও সাকিবকেই কেন অধিনায়ক করা হচ্ছে তার জবাবে বলেন, “উপায় নাই। লিটন দাস বা সোহান (নুরুল হাসান) ঠিক থাকলে ওদের কাউকেই হয়ত দিয়ে দিতাম। ওরা দুজনই তো ইনজুরড। মেহেদি হাসান মিরাজ যদি টি-টোয়েন্টি দলে থাকত, ওকে হয়ত দেওয়া যেত।”

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img