২৯ মার্চ ২০২৪, শুক্রবার

এশিয়া কাপে দিয়া-রুবেলের স্বর্ণ জয়

- Advertisement -

রবিবার তাইওয়ানে এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং আর্চারি টুর্নামেন্ট স্টেজ-১ এ স্বর্ণ জিতেছে বাংলাদেশ। দিয়া সিদ্দিকী ও হাকিম আহমেদ রুবেলের সমন্বয়ে গড়া রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টের ফাইনালে ৫-৩ সেট পয়েন্টে হারিয়েছে কাজাখস্তানকে।

বাংলাদেশের শুরুটা অবশ্য ভালো হয়নি। প্রথম সেটে অবশ্য পয়েন্ট পায়নি দিয়া-রুবেল। কাজাখস্তানের ইলায়াসোভা ও আব্দুলিন সম্মিলিতভাবে ৩৮ স্কোর করলেও বাংলাদেশের দিয়া-রুবেল জুটির স্কোর ছিল ৩৬। তবে দ্বিতীয় সেটেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ, পেয়ে যায় ২ পয়েন্ট। এই সেটেও ৩৬ স্কোর করেন এই জুটি। তবে ৩৫ স্কোর করে পয়েন্ট হারায় কাজাখস্তান।

এরপর তৃতীয় সেটে ৩৭-৩৩ ব্যবধানে ২ পয়েন্ট তুলে নেয় বাংলাদেশ। চতুর্থ সেটে দুই দলই ৩৯ স্কোর করলে পয়েন্ট ভাগাভাগি করতে হয়। ফলে স্বর্ণ জয় করেন বাংলাদেশি দুই আর্চার। এর আগে সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৫-১ সেট পয়েন্টে হারিয়ে ফাইনালে উঠেছিলেন দিয়া সিদ্দিকী এবং হাকিম আহমেদ রুবেল।

 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img