২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার

কারণ দর্শানোর জন্য নয়, আলোচনার জন্য ডাকা হয়েছিল মুশফিককে!

- Advertisement -

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণার সময়ে প্রধান নির্বাচক বলেছিলেন টেস্ট চ্যাম্পিয়নশীপের দুই ম্যাচের কথা ভেবে মুশফিকুর রহিমকে দেয়া হয়েছে বিশ্রাম। কিন্তু, সংবাদমাধ্যমে মুশফিক বলেছেন বিশ্রাম নয়, তাকে বাদ দেয়া হয়েছে। সেইসাথে প্রশ্ন তুলেছিলেন সিনিয়র খেলোয়াড়দের সাথে নির্বাচকদের যোগাযোগ প্রক্রিয়া নিয়েও।

এসব নিয়ে বেশ বিব্রত বিসিবি কারণ দর্শানোর জন্য মুশফিককে ডেকে পাঠিয়েছিল শুক্রবার। সাক্ষাত শেষে আকরাম খান জানিয়েছেন কারণ দর্শাতে নয়, আলোচনা করতেই ডাকা হয়েছিল তাকে।

“আমরা তাকে একটি চিঠি দিয়েছিলাম, যাতে আমরা তার সাম্প্রতিক সাক্ষাৎকারগুলো সম্পর্কে কথা বলতে পারি। সে সন্ধ্যা ৬টায় এসেছিল। আমি, জালাল ভাই, সোহেল ভাই এবং সিইও সেখানে ছিলাম; আমাদের ভালো আড্ডা হয়েছে। আমরা তার এবং নির্বাচকদের মধ্যে যেকোন ভুল বোঝাবুঝি দূর করতে চেয়েছিলাম। এটা কোনো শোকজ ছিল না।”

প্রধান নির্বাচকের সাথে মুশফিকুর রহিম

নির্বাচকদের সাথে ভুল বোঝাবুঝি কতটা দূর করতে পেরেছে আকরাম খানরা, সেটা তো সময়ই বলে দেবে। তবে, বাংলাদেশ ক্রিকেটে যে ঠিকঠাকমতো এগোচ্ছে না কিছুই, সেটা অনুমান করাই যায়।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img