১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার

কোচ বদলেছে, বদলায়নি চেলসির ভাগ্য?

- Advertisement -

চেলসি কোচ হিসেবে টমাস টুখেলের অধ্যায় শুরু, প্রথম ম্যাচে দারুণ খেললো শিষ্যরা। ৭৯ মিনিট বল দখলে রাখলো ব্লুজরা। নিজেদের মধ্যে ৮২০ টি পাস। নিশ্চয়ই এমন ম্যাচে কয়েকটি গোল করার কথা, যে দলটি এতো আধিপত্য দেখালো পুরো ম্যাচে। কিন্তু ম্যাচ শেষে গোল শূন্য। এমনটাই হয়েছে স্ট্যামফোর্ড ব্রিজে। উলভারহ্যাম্পটনের‌ সাথে গোলশূন্য ড্র। সেই সঙ্গে টমাস টুখেলের শুরুটাও হলো নিষ্প্রাণ।

ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের স্থলাভিষিক্ত হয়েও চেলসির ভাগ্য বদলাতে পারলেন না টুখেল। অ্যাওয়ে ম্যাচে উলভারহ্যাম্পটনের কাছে ২-১ হেরেছিল চেলসি। অবশ্য নিজেদের মাঠেও ঘুরে দাঁড়াতে পারলোনা। চলতি মৌসুমে এই নিয়ে শেষ নয় ম্যাচের সাতটিতেই পয়েন্ট হারাল ব্লুজরা। পুরোম্যাচে বলার মতো একবারই তারা প্রতিপক্ষের রক্ষণে ফাটল ধরাতে পারে। কিন্তু গোল পায়নি। ৬১ মিনিটে ডি-বক্সে কাই হার্ভাটজের পাসে বল পেয়েও উড়িয়ে মেরে হতাশ করেন ইংলিশ ডিফেন্ডার বেন চিলওয়েল। শেষ পর্যন্ত এক পয়েন্টই সন্তুষ্ট থাকতে হয় টমাস টুখেলকে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img