২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার

কোপা দেল রের সেমিতে যাবে কোন মাদ্রিদ?

- Advertisement -

কোপা দেলরের কোয়ার্টার ফাইনালে শুক্রবার রাত দুইটায় সান্তিয়াগো বার্নাব্যুতে লড়বে রিয়াল মাদ্রিদ এবং আতলেতিকো মাদ্রিদ। শেষ এক দশকে কোপা দেল রে মানেই যেনো রিয়ালের জন্য দুঃস্বপ্ন। শেষ আট বছরে ফাইনাল খেলতে পারেনি একবারও।

এর মাঝে চারবার হেরেছে কোয়ার্টার ফাইনালে। রিয়াল মাদ্রিদের সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে  না। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হারার যন্ত্রণা এমনিতে কুড়ে খাচ্ছে, তার উপর লা লিগায় পয়েন্ট টেবিলেও আছে বার্সেলোনার নিচে, দুই নাম্বারে।

বার্সার কাছে হারার পর অবশ্য দারুনভাবেই কামব্যাক করেছে আনচেলত্তির শিষ্যরা। জিতেছে ব্যাক টু ব্যাক অ্যাওয়ে ম্যাচ। ভিয়ারিয়ালের বিপক্ষে ৩-২ এবং আতলেতিকো বিলবাওয়ের বিপক্ষে ২-০ গোলে জিতেছে অল হোয়াইটস।

সর্বশেষ পাঁচ ডার্বি ম্যাচের পরিসংখ্যানে অবশ্য রিয়ালই এগিয়ে । পাঁচ ম্যাচে তাদের জয় তিন।  অন্যদিকে নগর প্রতিদ্বন্দ্বীদের জয় মাত্র একটা।

গতবছরের সেপ্টেম্বরে ২-১ ব্যবধান রিয়ালের কাছে হারার প্রতিশোধ নিতে প্রস্তুত দিয়েগো সিমিওনের শিষ্যরা। নতুন বছরে সবমিলিয়ে হার, ড্র ও জয় সবই দেখেছে আতলেতিকো মাদ্রিদ। তবে শেষ দুই ম্যাচ জিতে কিছুটা ছন্দে ফিরেছে তারা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img