১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার

চট্টগ্রামে বৃষ্টি; প্রথমে ব্যাট করে ২০০ পার করেছে বাংলাদেশ

- Advertisement -

চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ভালোই ব্যাটিং করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৯ ওভার ২ বলে ৫ উইকেট হারিয়ে ২০৭ রান। টাইগারদের হয়ে রনি তালুকদার সর্বোচ্চ ৬৯ রান করেছেন।

টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরু থেকেই আগ্রাসী ভঙ্গিতে ব্যাট করতে থাকেন দুই বাংলাদেশি ওপেনার লিটন দাশ এবং রনি তালুকদার। ম্যাচের চতুর্থ বলেই হ্যারি টেক্টরের বলে ছয় মারেন লিটন। এই থেকেই শুরু, একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে রানের চাকা সচল করে রাখেন তিনি।কম যাননি রনিও।

লিটনের মতো, তিনিও একের পর বাউন্ডারির হাঁকাতে থাকেন। দলীয় ৯১ রানে ব্যক্তিগত ৪১ রানে লিটন আউট হলে রানের গতি কিছুটা মন্থর হয়ে পড়ে বাংলাদেশের জন্য। বেশিক্ষণ টিকতে পারেননি ব্যাটার নাজমুল হোসেন শান্তও, করেছেন মাত্র ১৪ রান।

তবে অপরপ্রান্তে ঠিকই আগ্রাসী ভঙ্গিতে ব্যাট করতে থাকেন আরেক ওপেনার রনি তালুকদার। ৩৭ বলে ৬৮ রান করে গ্রাহাম হিউমের বলে বোল্ড হয়ে আউট হন তিনি। এরপর আগ্রাসী ভঙ্গিতে ব্যাট করতে থাকেন বাঁহাতি ব্যাটার শামীম হোসেন। তবে ইনিংস বড় করতে পারেননি তিনিও, করেছেন ৩০ রান। শেষের দিকে সাকিব আল হাসানের ২০ রানের উপর ভিত্তি করে ২১৫ রানের দিকেই এগোচ্ছিল বাংলাদেশের ইনিংস। তবে নির্ধারিত ২০ ওভার শেষ হওয়ার ৪ বল আগেই নামে বৃষ্টি।

আইরিশদের হয়ে সবচেয়ে বেশি ২ উইকেট পেয়েছেন পেসার ক্রেগ ইয়াং।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img