২৯ মার্চ ২০২৪, শুক্রবার

ইতিহাসের পুনরাবৃত্তি নাকি মধুর প্রতিশোধ?

- Advertisement -

বুধবার জিতেছে দুই ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি আর লিভারপুল। বৃহস্পতিবারও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আছে আরো দুই ম্যাচ। বিগ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদের। অন্য ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে মাঠে নামবে বায়ার্ন মিউনিখ। দুটো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

স্ট্যামফোর্ড ব্রিজে কার্লো আনচেলত্তির দলকে আতিথ্য দেবে টমাস টুখেলের চেলসি। চ্যাম্পিয়ন্স লিগের আগের মৌসুমেই রিয়াল মাদ্রিদকে হারানোর সুখস্মৃতি আছে টুখেলের শিষ্যদের। গত মৌসুমে সেমিফাইনালের ফিরতি লেগে রিয়ালকে ২-০ গোলে হারিয়েছিল চেলসি। দুই লেগ মিলিয়ে ৩-১ গোলে এগিয়ে থেকে ফাইনালে পা রেখেছিল ব্লু লায়ন্সরা। তবে এবারের লড়াইয়ে নামার টুখেল জানিয়েছেন অতীত নিয়ে ভাবছেন না তিনি।

“সত্যি বলতে গত মৌসুমের ম্যাচের সঙ্গে এই ম্যাচের কোনো সম্পর্ক নেই। প্রস্তুতির ক্ষেত্রে আমরা গত বছরের ম্যাচগুলো একদমই নিয়ে ভাবছি না”-বলছিলেন টুখেল

এছাড়াও, অপর কোয়ার্টার ফাইনালে ভিয়ারিয়ালের ঘরের মাঠে লড়াই নামবে বায়ার্ন মিউনিখ। ২০১৯-২০ মৌসুমের চ্যাম্পিয়ন বায়ার্নের লক্ষ্যই থাকবে প্রথম লেগে প্রতিপক্ষকে হারিয়ে সেমিফাইনালের পথে এক পা দিয়ে রাখা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img