৯ মে ২০২৫, শুক্রবার

চোট আর ফর্মহীনতায় শেষ হ্যাজার্ডের রিয়াল অধ্যায়

- Advertisement -

চার মৌসুম রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন বেলজিয়ামের তারকা ফুটবলার এডেন হ্যাজার্ড। চেলসি থেকে যতটা প্রত্যাশা করে ফ্লোরেন্তিনো পেরেজ হ্যাজার্ডকে মাদ্রিদে এনেছিলেন, তার ছিটেফোঁটাও পূরণ করতে পারেননি বেলজিয়ান এই তারকা।

রিয়ালের প্রত্যাশামতো পারফর্ম করতে না পারায় ক্লাব ছাড়তে হচ্ছে হ্যাজার্ডকে। রিয়াল মাদ্রিদ বেলজিয়ান তারকার ক্লাব ছাড়ার বিষয়টি এক বিবৃতিতে জানিয়েছে, “রিয়াল মাদ্রিদ এবং এডেন হ্যাজার্ড ঐকমত্যে পৌঁছেছে যে ২০২৩ সালের ৩০ জুনের পর তিনি আর আমাদের ক্লাবে থাকছেন না।” হ্যাজার্ডের জন্য শুভকামনাও জানিয়েছে মাদ্রিদ।

চেলসিতে হ্যাজার্ডের দুর্দান্ত খেলার ধরণ দেখেই রিয়ালে তাকে নিয়ে এসেছিল রিয়াল সভাপতি পেরেজ। চেলসির জার্সিতে ৭ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫২ ম্যাচ খেলে গোল করেছিলেন ১১০টি। রিয়ালের জার্সিতে সেখানে তার চার মৌসুমে গোলসংখ্যা ৭৬ ম্যাচে মাত্র ৭টি।

রিয়ালের হয়ে কখনোই নিয়মিত খেলতে পারেননি হ্যাজার্ড। মাদ্রিদের ক্লাবটিতে যোগ দেওয়ার পর নিয়মিত ম্যাচ খেলার পরিবর্তে চোটে পড়েই সময় কাটিয়েছেন বেশি। এছাড়া নিজের সেরা ফর্মে না থাকায়ও যথেষ্ট ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি।

রিয়ালের হয়ে নিজেকে মেলে ধরতে না পারলেও ৮টি শিরোপা জিতেছেন হ্যাজার্ড। চার মৌসুমে রিয়ালের হয়ে ২টি করে লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ, ১টি করে চ্যাম্পিয়নস লিগ, ক্লাব বিশ্বকাপ, কোপা দেল রে ও ইউরোপিয়ান সুপার কাপ জিতেছেন হ্যাজার্ড।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img