২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে কারা লড়বে?

- Advertisement -

শুক্রবার চ্যাম্পিয়ন্স  লিগের কোয়ার্টার ফাইনালের ড্র অনুষ্ঠিত হয়েছে । সেরা আটে কার প্রতিপক্ষ কে তা-ই দেখে নেওয়া যাক।

কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ চেলসি। বেনফিকা, ম্যানচেস্টার সিটি ও এসি মিলানের প্রতিপক্ষ যথাক্রমে ইন্টার মিলান, বায়ার্ন মিউনিখ ও নাপোলি।

রিয়াল-চেলসি ও ম্যানসিটি-বায়ার্নের মধ্যে যেই দুই দল জিতবে তারা সেমিফাইনালে একে অপরের প্রতিপক্ষ হবে। অন্যদিকে ইন্টার-বেনফিকা ও মিলান-নাপোলির মধ্যে জয়ী দুই দল আরেক সেমিতে মুখোমুখি হবে।

শেষ আটে ইউরোপের সেরা ছয় লিগের চারটি লিগের দলই খেলবে। স্প্যানিশ লা লিগা থেকে রিয়াল মাদ্রিদ, ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে ম্যানচেস্টার সিটি ও চেলসি, ইতালিয়ান সিরি-এ থেকে নাপোলি, এসি মিলান ও ইন্টার মিলান, লিগা পর্তুগাল থেকে বেনফিকা এবগ বুন্দেস লিগা থেকে থাকছে বায়ার্ন মিউনিখ। তবে লিগ ওয়ানের কোন দল সেরা আটে যেতে পারেনি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img