ধোনি ভক্তদের জন্য সবচেয়ে সুখের খবর, ‘অবসর নিচ্ছেন না এমএসডি, অন্তত এখনই না।’ ম্যাচ শেষে নিজেই দিয়েছেন সেই আভাস।
“সত্যি বলতে, বিদায় বলে দেবার এটাই সেরা সময়। আমার জন্য সবচেয়ে সহজ হলো ধন্যবাদ জানিয়ে দিয়ে ক্রিকেটকে বিদায় জানানো। নয় মাস কঠোর পরিশ্রম করে পরের মৌসুম খেলা আমার জন্য অনেক কঠিন। কিন্তু ভক্তদের যেই ভালোবাসা আমি পেয়েছি, তা অবিশ্বাস্য। তাদের জন্য হলেও আরো একটা মৌসুম অবশ্যই খেলতে চাই”– ম্যাচ শেষে ধোনি
পুরো আইপিএল জুড়েই ভক্তদের মনে একটা প্রশ্ন আর শঙ্কাই ঘুরে বেড়িয়েছে। পছন্দের মহেন্দ্র সিং ধোনিকে আর কখনো কি ক্রিকেটের মাঠে দেখা যাবে! অবশেষে মিলেছে উত্তর, স্বস্তির উত্তর। সেটাও ধোনির কাছেই। চেন্নাই সমর্থকদের জন্য এরচেয়ে সুখের আর কি হতে পারে!