২৯ মার্চ ২০২৪, শুক্রবার

চ্যালেঞ্জ নিয়েছেন বাটলার, বিশ্বাস করেন অর্জন করা কঠিন

- Advertisement -

শুক্রবার আমস্টারডামে ব্যাট হাতে রুদ্রমূর্তি ধারণ করেছিলেন জশ বাটলার-লিয়াম লিভিংস্টোনদের ইংল্যান্ড। নিজেদের রেকর্ড নিজেরাই ভেঙে গড়েছেন ডজনখানেক বিশ্বরেকর্ড। যেখানে সবার উপরে আছে দলীয় সংগ্রহ। ওয়ানডেতে এক ইনিংসে ৫০০ রান!

৫০০ না হলেও খুব কাছাকাছি গিয়েছে ইংল্যান্ড। মাত্র দুই রান দূরে থাকায় স্পর্শ করা হয়নি অর্ধসহস্র রানের মাইলফলক। তবে এবার না হলেও শুক্রবারের ম্যাচসেরা এবং ইনিংসের সর্বোচ্চ রান সংগ্রাহক বাটলার জানিয়েছেন ৫০০ রানের রেকর্ড স্পর্শ করতে তারা চেষ্টা চালিয়ে যাবেন।

‘‘এর আগেও একবার কাছাকাছি এসেছিলাম। আমরা চেষ্টা করি নিজেদের সীমানা ছাড়িয়ে যেতে। ব্যাটসম্যানদের কাছে ম্যানেজমেন্টের পক্ষ থেকে বার্তা দেওয়া থাকে খেলাটাকে সামনে এগিয়ে নিতে এবং গতিময় করতে।’’

শুক্রবার বাটলার খেলেছেন ১৬২* রানের ইনিংস

চেষ্টা চালানোর পাশাপাশি ইংলিশ এই উইকেটরক্ষক ব্যাটসম্যান মনে করিয়ে দিতে চান ৫০০ রান করা একেবারেই সহজ কাজও নয়।

‘‘এটা কি সময়ে ব্যাপার মাত্র? আমরা চেষ্টা করে যাবো। তবে এটা অর্জন করা কঠিন। খুব ভালো ব্যাটিং উইকেটে ও ছোট মাঠে খেলতে হবে।”

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img