২১ মে ২০২৪, মঙ্গলবার

ছন্দ ফিরে পেতে ছুটির দিনেও মাঠে মুশফিক

- Advertisement -

শুক্রবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে চার রানে জেতার পর শনিবার কোনো ট্রেনিং সেশন ছিলনা বাংলাদেশ দলের। ঐচ্ছিক অনুশীলনে মিরপুরে এদিন দেখা গেছে পাঁচ টাইগারকে, যাদের মধ্যে আলাদা করে চোখে পড়েছে মুশফিকুর রহিমকে। এদিন নেটে দীর্ঘ সময় ধরে ব্যাটিং করেছেন মুশফিক।

ছবিঃ অলরাউন্ডার
ছবিঃ অলরাউন্ডার

জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম টেস্টের পর নিউজিল্যান্ড সিরিজের আগে পর্যন্ত মাঠের বাইরে ছিলেন মুশফিকুর রহিম। দীর্ঘ সময় মাঠের বাইরে থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই ম্যাচে কিছুটা ছন্দহীন ছিলেন মুশি। তৃতীয় ম্যাচের আগে একদিন বিরতিতে ছন্দ ফিরে পেতে তাই মাঠে ছুটে এসেছিলেন মুশফিক। প্রথম দুই টি-টোয়েন্টির একাদশে থাকা খেলোয়াড়দের মধ্যে একমাত্র মুশফিকই ছিলেন এদিনের ঐচ্ছিক অনুশীলনে।

ছবিঃ অলরাউন্ডার
ছবিঃ অলরাউন্ডার

মূলত একাদশের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়েই শনিবার অনুশীলন করেছে কোচিং প্যানেল। নেটে বল করে সময় কেটেছে মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম এবং আমিনুল ইসলাম বিপ্লবের। এদিন অনুশীলনে এসছিলেন ওপেনার সৌম্য সরকারও। তিনিও তার মিডিয়াম পেসে হাত ঘুরিয়েছেন, ব্যাটিংয়ে ছিলেন যথারীতি মুশফিকুর রহিম।

ছবিঃ অলরাউন্ডার
ছবিঃ অলরাউন্ডার

প্রথম দুই ম্যাচ জিতে ২-০ তে এগিয়ে থাকা বাংলাদেশ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে ৫ আগস্ট রবিবার বিকেল চারটায়। টাইগাররা সিরিজের তৃতীয় ম্যাচ জিতলে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে সিরিজ জয় নিশ্চিত হবে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img