স্প্যানিশ লিগের শিরোপা নিশ্চিতের পর টানা দুই ম্যাচে জয় পায়নি বার্সেলোনা। লিগের শেষ ম্যাচে এসে জয় পেয়েছে জাভি হার্নান্দেজের দল। মায়োর্কাকে নিজেদের মাঠে ৩-০ গোলে হারিয়ে জয় দিয়ে মৌসুম শেষ করারা পাশাপাশি বার্সেলোনায় নিজেদের কিংবদন্তির কাতারে নিয়ে যাওয়া সার্জিও বুসকেটস ও জর্দি আলবাকে বিদায় দিল ক্লাবটি।
বুসকেটস বার্সেলোনা বি দলে যোগ দেন ২০০৭ সালে। মেইন দলে তার অভিষেক হয় ২০০৮ সালে। বার্সেলোনায় লিওনেল মেসির সাথে খেলে নিজেকে কিংবদন্তির কাতারে নিয়ে গেছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। কাতালান ক্লাবটির জার্সিতে ১৬ মৌসুম ধরে খেলেছেন বুসকেটস। তার সম্ভাব্য গন্তব্য হিসেবে শোনা যাচ্ছে সৌদি আরবের ক্লাবে যোগ দিতে পারেন তিনি। এছাড়াও যুক্তরাষ্ট্রের মেজর লিগে যোগ দেওয়ারও সম্ভাবণা আছে বুসকেটসের।
অন্যদিকে জর্দি আলবাও বার্সেলোনার প্রভাবশালী খেলোয়াড়দের মধ্যে অন্যতম। ২০১২ সালে ভ্যালেন্সিয়া ছেড়ে বার্সেলোনায় নাম লেখানোর পর টানা খেলে গেছেন বার্সার জার্সিতে। বার্সা তবে লিগ শেষ হওয়ার আগে বার্সা ছাড়ার ঘোষণা দেন আলবা।

এই দুই তারকার বিদায়ী ম্যাচে শুরুতেই গোল করে এগিয়ে যায় বার্সেলোনা। পাবলো গাভির পাস থেকে গোল করে বার্সাকে লিড এনে দেন আনসু ফাতি। গোল করার পর একের পর এক আক্রমণ করে কাতালান ক্লাবটি। দলীয় এক অসাধারণ আক্রমণে ২৪ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন ফাতি। প্রথমার্ধে ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় ফাতিরা। বিরতি থেকে ফিরেও আক্রমণের পর আক্রমণ করে বার্সা। ম্যাচের ৭০ মিনিটে বাম পায়ের জোড়ালো শটে লক্ষ্যভেদ করেন গাভি। বাকি সময়ে আর কোন দল গোল করতে না পারলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জাভির দল।