২০ মে ২০২৪, সোমবার

বার্নাব্যুতে রিয়ালের রূপকথার রাত

- Advertisement -

চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের দ্বিতীয় লেগে টানটান উত্তেজনার এক ম্যাচ উপহার দিয়েছে রিয়াল মাদ্রিদ-বায়ার্ন মিউনিখ। সান্তিয়াগো বার্নাব্যুতে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তে হোসেলুর জোড়া গোলে ২-১ গোলে ম্যাচ জিতেছে রিয়াল। দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলে এগিয়ে থেকেই ফাইনালে উঠে স্প্যানিশ জায়ান্টরা। বায়ার্নের হয়ে একমাত্র গোলটি করেন আলফনসো ডেভিস।

পুরো ম্যাচেই দুর্দান্ত সব সেভ করে বায়ার্ন মিউনিখকে ম্যাচে রাখা গোলরক্ষক ম্যানুয়েল নয়ারের শিশুসুলভ ভুলেই সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ। তার হাত থেকে ছিটকে যাওয়া বলে গোল আদায় করে নেন ৮১ মিনিটে বদলি নামা হোসেলু। এর তিন মিনিট পর অফসাইডের ফাঁদ ভেঙে করেন আরও একটি গোল। তাতেই ফাইনালের টিকিট পেয়ে যায় স্প্যানিশ দলটি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে খেলতে থাকে দুই দল। ম্যাচের পঞ্চম মিনিটে দানি কারবাহালের ক্রসে সতীর্থদের কেউ পা ছোঁয়াতে পারায় গোল বঞ্চিত রিয়াল। তিন মিনিট পরেই প্রায় একই রকম বায়ার্নের সার্জ নাব্রি একই রকম ক্রস দিলেও হ্যারি কেইন পা ছোঁয়াতে পারেননি।

প্রথমার্ধের ১৩তম মিনিটে দুটি দারুণ সেভ করেন নয়ার। ডি-বক্স থেকে ভিনিসিয়ুস জুনিয়রের নেয়া শট তার হাতে লেগে বারপোস্টে লেগে ফিরে আসে। তবে ফিরতি বলে রদ্রিগোর শটও দারুণ দক্ষতায় আটকে দেন জার্মান গোলরক্ষক।

এরপর ২৮তম মিনিটে হ্যারি কেইনের ভলি ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান রিয়াল গোলরক্ষক আন্দ্রে লুনিন। এর ১১ মিনিট পর টনি ক্রুসের ক্রসে নাচোর শট আটকে দেন বায়ার্নের এক ডিফেন্ডার। ফলে ০-০ গোলে বিরতিতে যায় দুই দল।

বায়ার্ন মিউনিখের পক্ষে একমাত্র গোলটি করেন আলফনসো ডেভিস

বিরতির পরপরই আলফনসো ডেভিসের শট বারের ওপর দিয়ে যায় এবং ৫৩ মিনিটে কেইনকে রুখে দেন লুনিন। ৬৬ মিনিটেও মুসিয়ালাকে প্রতিহত করেন রিয়াল কিপার। তবে দুই মিনিট কেইনের বাড়ানো বল পায়ে নিয়ে বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে দ্রুতগতির শটে বল জালে জড়ান ডেভিস। জার্মান জায়ান্টরা এগিয়ে যায় ১-০ গোলে।

৭২তম মিনিটে রিয়াল গোল শোধ দিলেও ওই গোল বিল্ড আপের সময় স্বাগতিক দলের অধিনায়ক নাচো মিউনিখের কিমিখকে ফাউল করেন। ফলে ভিএআরে গোলটি বাতিল হয়।

নয়ার দীর্ঘ সময় গোলপোস্ট অক্ষত রাখলেও ৮৮ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের শটে বল তার মুখ-বুকে লেগে হাত ফসকে বেরিয়ে যায়। সেই ভুলের সুযোগ নিয়ে ৮১ মিনিটে বদলি হিসেবে খেলতে নামা স্প্যানিশ স্ট্রাইকার হোসেলু আলতো টোকায় জালে বল জড়ান। ফলে সমতায় ফেরে মাদ্রিদ ক্লাব।

ঠিক তিন মিনিট পরেই যোগ করা অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে অ্যান্টনিও রুডিগারের বাড়ানো বল আবারও জালে জড়ান হোসেলু। তবে সঙ্গে সঙ্গে অফসাইডের বাঁশি বাজলে খেলোয়াড়দের বিরোধিতার মুখে আবারও ভিএআর দেখার সিদ্ধান্ত নেন রেফারি। রিপ্লেতে হোসেলুকে অনসাইডেই দেখালে ২-১ গোলে এগিয়ে থেকেই ম্যাচ শেষ করে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

আগামী ১ জুন ওয়েম্বলির ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img