১৯ মে ২০২৪, রবিবার

টপ অর্ডারে টাইগার ব্যাটারদের দৈন্যদশা, হৃদয়-অনিকে মিলল স্বস্তি

- Advertisement -

সিরিজের আগের দুই ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে বোলিংই বেছে নিয়েছিল বাংলাদেশ। তৃতীয় ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমেই যেন আরও একবার নিজেদের দুর্দশা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল টাইগার ব্যাটাররা। জিম্বাবুয়ের বোলিং লাইন আপের বিপক্ষে দিশেহারা টপ অর্ডার ব্যাটাররা। আরও একবার প্রশ্নের জন্ম দিলো, এই ব্যাটিং লাইন আপ নিয়ে বিশ্বকাপে কতদূর যাবে বাংলাদেশ?

চট্টগ্রামে টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান তুলেছে টাইগাররা। পাওয়ারপ্লের আগেই ১৫ বলে ১২ রানে লিটন কুমার দাশ এবং ৪ বলে ৬ রান করে আউট হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ছয় ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ৪২ রান। পাওয়ারপ্লের পর ২২ বলে ২১ রান করে ফিরে যান তানজিদ হাসান তামিমও। দশ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে মাত্র ৬৩ রান। এরপর বাকি গল্পটা লিখেন তাওহীদ হৃদয়-জাকের আলী জুটি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথম ফিফটির দেখা পাওয়া হৃদয় ৩৮ বলে করেছেন ৫৭ রান, জাকের ৩৪ বলে অপরাজিত ৪৪ রান করেছেন। দুজন মিলে গড়েছেন ৮৭ রানের জুটি। তাতেই ২০ ওভারে দেড়শো রান পেরিয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে ১৪ রান খরচায় ব্লেসিং মুজারাবানি নিয়েছেন ৩ উইকেট।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img