২০ এপ্রিল ২০২৪, শনিবার

টাইগারদের বিপক্ষে কোনো প্র্যাকটিস ম্যাচ খেলবে না আফগানরা

- Advertisement -

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে ১০ জুন ঢাকায় আসবে আফগানিস্তান দল। ঐদিনই টাইগাররা টিম হোটেলে উঠবে। এরপর ১১, ১২ ও ১৩ জুন অনুশীলন করবে লিটন দাশের দল। তবে এ সময়ে দুই দল অনুশীলন করলেও কোনো প্র্যাকটিস ম্যাচের ব্যবস্থা থাকছে না। ১৪ জুন মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে একমাত্র টেস্ট।

টেস্ট ম্যাচ শেষেই ১৯ জুন, তামিম ইকবাল-লিটনরা যে যার বাসায় চলে যাবেন ঈদুল আযহার ছুটি কাটাতে। একই দিনে ঢাকা ছাড়বে রশিদ খানরা। এরপর ১ জুলাই ছুটি শেষে চট্টগ্রামে পৌঁছাবে বাংলাদেশ দল। একই দিনে দ্বিতীয় দফায় আবারো বাংলাদেশে আসবে আফগানরা।

২, ৩ ও ৪ জুলাই এই তিনদিন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করবে তামিমের দল। ৫ জুলাই বেলা ২টায় প্রথম ওয়ানডেতে রশিদ খানদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। ৮ ও ১১ জুলাই একই সময়ে একই ভেন্যুতে সিরিজের বাকি দুই ওয়ানডে খেলবে দুই দল।

ওয়ানডে সিরিজ শেষ করেই পরের দিন ১২ জুলাই সিলেটের উদ্দেশ্যে চট্টগ্রাম ছাড়বে দুই দল। একদিন অনুশীলন করে পরের দিন ১৪ জুলাই সিলেট আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি টোয়েন্টিতে আফগানদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি হবে ১৬ জুলাই।

টি টোয়েন্টি সিরিজ শেষে ১৭ জুলাই বাংলাদেশ ছাড়বে আফগানিস্তান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img