১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার

টাইগ্রেসদের হাতে সাফের শিরোপা

- Advertisement -

প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ইতিহাস গড়ল বাংলাদেশ নারী দল। নেপালকে ৩-১ গোলে হারিয়ে সাফের শিরোপা উঁচিয়ে ধরেছে সাবিনা খাতুনের দল। দলের হয়ে গোল করেছেন শামসুন নাহার এবং জোড়া গোল করেছেন কৃষ্ণা রানী সরকার।

নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে শুরু থেকেই চাপে রেখেছে আসরের হট ফেভারিট দল বাংলাদেশ। ম্যাচের ১৩ মিনিটেই মনিকা চাকমার ক্রসে নেপালের জালে প্রথম গোল দেন সিরাত জাহানের বদলি শামসুন নাহার। এরপর নেপালের ভুল পাসে ম্যাচের ৪২ মিনিটে পায়ে বল পেয়ে যান সাবিনা খাতুন। সেই বল বাঁ পায়ের শটে জালে জড়ান কৃষ্ণা রানী। ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধের শুরুতে কিছুটা ঘুরে দাঁড়ায় নেপাল। ৭০তম মিনিটে অবশেষে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। বক্সের ভেতরে ফাঁকায় বল পেয়ে জোরাল কোনাকুণি শটে গোল করেন বাসনেত। বাংলার গোলরক্ষক রুপনা ঝাঁপিয়ে পড়েও বলের নাগাল পাননি। ফলে টুর্নামেন্টে প্রথমবারের মতো গোল হজম করে বাংলাদেশ। এরপর প্রতি আক্রমণ থেকে ম্যাচের ৭৭ তম মিনিটেই দুই নম্বর গোল পেয়ে যান কৃষ্ণা। ফুল টাইম শেষে ৩-১ গোলের ঐতিহাসিক জয় নিয়ে মাঠ ছাড়ে গোলাম রাব্বানি ছোটনের দল।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img