২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার

উইলিয়ামসনের টানা তিন সেঞ্চুরি!

- Advertisement -

স্মিথ-কোহলিকে টপকে টেস্ট সেরা ব্যাটসম্যানের জায়গাটা দখলে নিয়েছেন ক’দিন আগেই কেন উইলিয়ামসন। এবার সেরা হওয়ার উদযাপন করলেন সেঞ্চুরি দিয়ে। আর কিউই অধিনায়কের ব্যাটে ক্রিকেট দুনিয়া দেখল বছরের প্রথম টেস্ট শতক। ডিসেম্বরে উইন্ডিজের বিপক্ষে ডাবল সেঞ্চুরির পর পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টেই শতক হাঁকিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক।

ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিকরাই চালকের আসনে। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ২৮৬ রান। পাকিস্তানের চেয়ে ১১ রানে এখনো পিছিয়ে। ১১২ রানে অপরাজিত উইলিয়ামসন আর সেঞ্চুরি থেকে ১১ রানে দূরে আছেন হ্যানরি নিকোলস।

যদিও কিউইদের দিনের শুরুটা ছিল হতাশার। স্কোরবোর্ডে ৭১ রান জমা করার সাথে ৩টা উইকেটও হারায় নিউজিল্যান্ড। পুরোদিনে পাকিস্তানের বোলারদের সাফল্য বলতে ওটুকুই। বাকিটা সময় পাকিস্তানের বোলারদের শাসন করেন উইলিয়ামসন-নিকোলস জুটি। ২১৫ রানের দুর্দান্ত পার্টনারশিপ গড়ে অবিচ্ছিন্ন রয়েছেন এ দু’জন।

পাকিস্তান প্রথম ইনিংস : ২৯৭ (আজহার ৯৩, রিজওয়ান ৬১, ফাহিম ৪৮)
জেমিসন ৬৯/, সাউদি ৬১/

নিউজিল্যান্ড প্রথম ইনিংস : ২৮৬/ (উইলিয়ামসন ১১২*, নিকোলস ৮৯*)
আব্বাস ৩৭/, শাহীন ৪৫/

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img