৩০ মার্চ ২০২৪, শনিবার

টেস্টে ব্যাটিং, বোলিং, কিপিং না করে রেকর্ড গড়লেন স্টোকস

- Advertisement -

ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক তিনি। টেস্টে সরাচর ছয় কিংবা সাতে ব্যাট করে থাকেন বেন স্টোকস। কিন্তু আয়ারল্যান্ডের সাথে টেস্ট ম্যাচে ব্যাটিং, বোলিং, কিপিং কিছুই না করে বিরল এক রেকর্ড করেছেন ইংল্যান্ডের বর্তমান টেস্ট অধিনায়ক।

আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে নামার সুযোগ পাননি স্টোকস। উপরের সারির ব্যাটাররা বড় রান পাওয়ায় ব্যাট হাতে ক্রিজে নামতে হয়নি তাকে। হয়তো ভেবেছিলেন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে হবে। কিন্তু দ্বিতীয় ইনিংসে আইরিশদের দেওয়া ছোট্ট লক্ষ্য মাত্র চার বলে পেড়িয়ে দশ উইকেটে জিতেছে ইংল্যান্ড। আর তাতেই বিরল রেকর্ডটি করেন স্টোকস। এই টেস্টে ইংল্যান্ডের জয়ে ব্যাটিং, বোলিং কিংবা কিপিং কিছুই করতে হয়নি এই অলরাউন্ডারের।

আইপিএলে ইনজুরিতে পড়ায় টেস্টে স্টোকস বোলিং করবেন না জানাই ছিল। তাই বলে তার দুই ইনিংসে ব্যাটিংও করতে হবে না, সেটা কি স্টোকসও আদৌ ভেবেছিলেন?

ব্যাটিং, বোলিং কিংবা উইকেটকিপিং—কোনোটিই না করেই টেস্ট জেতা প্রথম অধিনায়ক এখন স্টোকস। কিছু না করে শুধু কি টেস্ট জিতেছেন! ম্যাচ ফি থেকে আয় করেছেন ১৬ হাজার পাউন্ড অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ২১ লাখ ৪৫ হাজার ২০১ টাকা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img