২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার

ঢাকা ডাইনামাইটস এবং খুলনা টাইটানস বাইরেই থাকলো, বিপিএলের সাত দল চূড়ান্ত

- Advertisement -

বিপিএলের ৭ দল চূড়ান্ত করেছে বিসিবি। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে কোন কোন দল মালিকানা পেয়েছে। গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত দল নেয়নি অন্যতম সফল দুই ফ্র্যাঞ্চাইজি ঢাকা ডায়নামাইটস এবং খুলনা টাইটানস।

বিসিবি গভর্নিং কাউন্সিল থেকে জানানো হয়েছে, বেক্সিমকোর বদলে ঢাকার মালিকানা এবার পেয়েছে প্রগতি গ্রিন অটো রাইস মিলস লিমিটেড। খুলনার মালিকানায় আছে মাইন্ডট্রি লিমিটেড। ফরচুন বরিশাল স্পোর্টস লিমিটেডের মালিকানায় থাকছে বরিশালের ফ্র্যাঞ্চাইজি।

এছাড়া চট্টগ্রামের দল চালাবে ডেলটা স্পোর্টস লিমিটেড, টোগি স্পোর্টস লিমিটেড (বসুন্ধরা গ্রুপ) পেয়েছে রংপুরের মালিকানা। সিলেটের দায়িত্বে থাকছে ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড। নামী বা পরিচিত ফ্য্যাঞ্চাইজির মধ্যে থাকছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

আগামী তিন আসরের (৯ম, ১০ম ও ১১তম) জন্য এই মালিকানা পেয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। বিপিএলের নবম আসর শুরু হবে ৩ জানুয়ারি, ২০২৩।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img