২৯ মার্চ ২০২৪, শুক্রবার

তবুও এশিয়া কাপের ফাইনাল খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ

- Advertisement -

টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের পারফর্ম্যন্সের নাজুক দশা। সবশেষ টাইগাররা সিরিজ হেরেছে জিম্বাবুয়ের সাথে। সম্বল বলতে হাতেগোনা কয়েককজন ক্রিকেটার। অবস্থা এমন, এশিয়া কাপের বাংলাদেশ দলে নেই কোনো ব্যাক-আপ ওপেনার। হ-য-ব-র-ল এই  অবস্থার পরেও আসন্ন এশিয়া কাপের ফাইনাল খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ দল। এমনটাই জানিয়েছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

গত এশিয়া কাপের ফাইনালের শেষ ওভারে হেরেছিল বাংলাদেশ দল। সব মিলিয়ে সবশেষ চার এশিয়া কাপের তিনটিতেই ফাইনাল খেলেছে টাইগাররা। সোমবার মিরপুরে হোম অব ক্রিকেটের গণমাধ্যমের মুখোমুখি হয়ে সুজন বলেছেন, অবস্থা যেমনই হোক; টিম ম্যানেজমেনেটের চাওয়া দল ফাইনাল খেলুক।

“আমাদের প্রথম দুটি ম্যাচ, আফগানিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে। ম্যাচগুলো আমরা জিততে চাই। শারজাহ ও দুবাইতে খেলা। উইকেট ও কন্ডিশন আমাদের জানা। আগেও বাংলাদেশ এশিয়া কাপের ফাইনাল খেলেছে। ফরম্যাট যাই হোক, আমরা ফাইনাল অবশ্যই খেলতে চাই” – গণমাধ্যমে খালেদ মাহমুদ সুজন

সব পরিকল্পনা অনুযায়ী চললে, সংযুক্ত আরব আমিরাতে আগামী ২৭ অগাস্ট শুরু হবে এবারের এশিয়া কাপ। গ্রুপ পর্বে ৩০ অগাস্ট শারজাহতে আফগানিস্তানের সঙ্গে খেলবে বাংলাদেশ, ১ সেপ্টেম্বর দুবাইয়ে প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img