২০ এপ্রিল ২০২৪, শনিবার

তলানিতে থাকলেও আশা বাঁচিয়ে রেখেছে জার্মানি

- Advertisement -

স্পেন-জার্মানির ম্যাচ নিসন্দেহে কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের সবচাইতে হাই-ভোল্টেজ ম্যাচ। জার্মানির জন্য ম্যাচটা ছিলো ডু অর ডাই। স্পেনের জন্য জয়ের ধারা অব্যাহত রাখার টার্গেট। ম্যাচটা হয়েছে ১-১ গোলে ড্র। বিশ্বকাপে এখনো টিকে আছে জামার্নদের আশা।

আল বায়ত স্টেডিয়ামে দুই রাইভাল দলের প্রথমার্ধ ছিলো গোলবিহীন। ৫৪ মিনিটে ফেরান তোরেসের বদলি হিসেবে নামা আলভারো মোরাতা স্পেনকে এগিয়ে দেন ৬২ মিনিটে।

জার্মানদের সমতায় ফেরানোর পর ফুলক্রুগের উদযাপন

৭০ মিনিটে থমাস মুলারের বদলি হিসেবে নামা ফুলক্রুগ দলকে সমতায় ফেরান মাঠে নামার ১৩ মিনিটে। এরপর আর কোনো দলই প্রতিপক্ষের জালে বল পাঠাতে পারেনি। ম্যাচের ৬৫ ভাগ বল ছিলো স্প্যানিশদের পায়ে। তাদের সাত শটের বিপরীতে জার্মানদের এগারো। মুলাররা অন টার্গেট শট নিয়েছেন চারটি; মোরাতারা তিনটি।

আশা বাঁচিয়ে রাখলেও গ্রুপ ‘ই’ এর পয়েন্ট টেবিলের চারে আছে জার্মানি। দুই ম্যাচে তাদের পয়েন্ট এক। অন্যদিকে দুই ম্যাচে এজ জয় আর এক ড্রতে চার পয়েন্ট নিয়ে স্পেন আছে একে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img