২০ মে ২০২৪, সোমবার

তৃতীয় টি-টোয়েন্টিতেও উইকেটরক্ষক সোহান

- Advertisement -

তৃতীয় টি-টোয়েন্টিতে কিউইদের বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ; অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে টাইগাররা। তৃতীয় ম্যাচে মুশফিকুর রহিমকে উইকেটকিপার হিসেবে দেখা যাওয়ার কথা থাকলেও, নুরুল হাসান সোহানকেই দেখা গেছে উইকেটের পেছনে গ্লাভস হাতে।

তৃতীয় টি-টোয়েন্টিতেও উইকেটকিপার সোহান

সিরিজ শুরুর আগে এক ভার্চুয়াল প্রেস মিটিংয়ে টাইগারদের কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছিলেন, নিউজিল্যান্ডের সাথে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে উইকেটের পেছনে দেখা যাবে সোহানকে; পরের দুই ম্যাচে মুশফিককে। দুজনের মধ্যে যে ভালো করবে, সে থাকবে পঞ্চম ম্যাচের উইকেটরক্ষকের দায়িত্বে।

“দলে বেশ কিছু উইকেটকিপার থাকায় সকলকেই সুযোগ দেয়া হবে কিপিংয়ে। প্রথম দুই ম্যাচে সোহানকে দিয়ে কিপিং করানোর পরিকল্পনা আছে ম্যানেজমেন্টের। পরের দুই ম্যাচে দেখা যেতে পারে মুশফিককে”- এমনটাই জানিয়েছিলেন ডোমিঙ্গো

ব্যাটসম্যান হিসেবেই একাদশে মুশফিক

কোনো সন্দেহ নেই সোহান দুর্দান্ত একজন উইকেটরক্ষক। তৃতীয় টি-টোয়েন্টিতেও মুশফিকের কিপিং না করা কি তাহলে এই ইঙ্গিতই দিচ্ছে যে, বিশ্বকাপেও টাইগারদের উইকেটরক্ষকের দায়িত্বে থাকবেন সোহান? প্রশ্ন জাগতে পারে মুশফিক এটাকে কিভাবে নিবে তা নিয়ে। কিন্তু, সিরিজ শুরুর আগেই মাহমুদুল্লাহ রিয়াদ জানিয়ে দিয়েছিলেন, ‘মুশফিক টিমম্যান।‘

“ড্রেসিংরুমে সব ঠিক আছে, কোন সমস্যা নেই। মুশফিক টিমম্যান। মুশিও খুশি আছে, সোহানও খুশি। সবাইই খুশি আছে, ম্যানেজমেন্টও খুশি। সবকিছুই এখন ঠিক আছে, সবাই ইতিবাচক আছে। কোনো সমস্যাই নেই”- সিরিজ শুরুর আগে বলেছিলেন টাইগার অধিনায়ক

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img