২৯ মার্চ ২০২৪, শুক্রবার

তৃতীয় দিনেই জয় দেখছে ইমার্জিং টিম

- Advertisement -

সদ্য শেষ হওয়া উইন্ডিজদের বিপক্ষে টেস্ট সিরিজে ড্রেসিংরুম শেয়ারিং করেছিলেন চট্টগ্রামের ইয়াসির আলী। বদলি ফিল্ডার হিসেবেও মাঠে ছিলেন। চট্টগ্রামের ছেলে ইয়াসিরকে নিয়ে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সাদা পোশাকের ক্রিকেটের জন্য ভাবছে। আর তাদের ভাবনা যে সঠিক, তার প্রমাণ মাঠে দিলেন ইয়াসির আলী। চট্টগ্রামে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ৮ রানের জন্য সেঞ্চুরি পাননি। ১১৫ বলে ৯২ রানের ঝকঝকে ইনিংস খেলেন দ্বিতীয় দিনে। ইয়াসির ছাড়াও ইর্মাজিং দলের অধিনায়ক সাইফ হাসানের হাফ সেঞ্চুরির আক্ষেপ ছিল এক রানের। ৮১ রানে এক উইকেট নিয়ে দ্বিতীয় দিনে মাঠে নামা বাংলাদেশের ইমার্জিংয়ের ইনিংস শেষ হয় ৩১৩ রানে। এছাড়া ৪০ উর্দ্ধ ইনিংস খেলেন মাহমুদুল হাসান জয় ও তানজিদ হাসান।

১৬২ রানে পিছিয়ে থেকে ব্যাটিং করতে নেমে ইনিংস পরাজয়ের শংকায় এখন সফরকারি আয়ারল্যান্ড ‘এ’ দল। ৩৫ রান তুলতেই চার উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে তারা। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশ ইমার্জিং দলের সেরা বোলার স্পিনার তানভির ইসলাম। দুই ইনিংস মিলে এখন পর্যন্ত তার উইকেট ৮টা। প্রথম ইনিংসে ১৫১ রানে অলআউট হয়েছিল সফরকারি দল।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img