২০ এপ্রিল ২০২৪, শনিবার

দশ বছরের আক্ষেপ ঘোচানোর অপেক্ষায় রোহিত-কোহলি

- Advertisement -

প্রায় দুই বছরের লড়াইয়ের পর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া ও ভারত। বুধবার ফাইনালে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে রোহিত শর্মার ভারত। ইংল্যান্ডের দ্য ওভালে ফাইনাল ম্যাচটি শুরু হবে ৩:৩০ মিনিটে । ফাইনালে জিতে দশবছরের শিরোপা খরা কাটানোর সুযোগ পাচ্ছেন রোহিত-ভিরাট কোহলিরা।

মহেন্দ্র সিং ধোনির অধীনে সম্ভাব্য প্রায় সব শিরোপাই জিতেছে ভারত। সবশেষ ২০১৩ সালে ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছিলেন ক্যাপ্টেন কুল। এরপর আর শিরোপা ছুঁয়ে দেখা হয়নি তাদের। চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর আরও তিনটি টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল ভারত। কিন্তু শিরোপা জিততে পারেননি রোহিত-কোহলিরা। টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফির পর সবশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় ভারতের।

তবে আবরো শিরোপা জয়ের সুযোগ এসেছে কোহলিদের সামনে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অজিদের হারাতে পারলেই দশ বছর পর আবারো শিরোপা জয়ের উৎসবে মাতবে রোহিতের দল। শিরোপা জিততে হলে কঠিন পরিক্ষা দিতে হবে ভারতীয় ব্যাটারদের। ইংল্যান্ডের বাউন্সি উইকেটে কামিন্স-মিচেল স্ট্রাকদের পেস ও সুইংকে সামলাতে হবে তাদের। ফাইনালের আগে ভারতের সবচেয়ে শক্তির জায়গা তাদের টপ অর্ডার ব্যাটারদের সাম্প্রতিক ফর্ম।

আরও একটি ফাইনাল, আরও একটি সুযোগ ভারতের সামনে

রোহিতের সাথে ইনিংসের শুরুটা করবেন ক্যারিয়ারের সেরা ফর্মে থাকা শুভমান গিল। তিনে অভিজ্ঞ চেতেশ্বর পুজারা ও চারে কোহলি ভারতের সবচেয়ে ভরসার নাম। এই চার ক্রিকেটারের উপর তাকিয়ে থাকবেন ভারতীয় সমর্থকেরা। এছাড়াও গত আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার মোহাম্মাদ শামির উপর থাকবে পেস আক্রমণের ভার। মোহাম্মাদ সিরাজও অধিনায়ক রোহিতের ভরসার জায়গা।

দেখা যাক, ফাইনালে কামিন্সদের হারিয়ে দশ বছর পর আবারো শিরোপা জিততে পারে কিনা রোহিতের দল। নাকি আবারো স্বপ্ন ভঙ্গের হতাশা নিয়ে ফিরতে হয়।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img