২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার

দেশে ফিরে উষ্ণ অভ্যর্থনায় সিক্ত আর্জেন্টিনা

- Advertisement -

হাতে বিশ্বকাপ ট্রফি। কাতারে কাতারে মানুষ। অধরা সেই সোনালি ট্রফি দেখার জন্য চাতক পাখির মতো চেয়ে থাকবে দেশের মানুষ। তাঁদের কন্ঠে থাকবে শুধু একটাই ধ্বনি ভ্যামোস আর্জেন্টিনা।হ্যা, এমন স্বপ্নই তো সেই ছেলেবেলা থেকে দেখেছিলেন। স্বপ্নও সত্যি হয়, প্রতীক্ষারও অবসান ঘটে। ঠিক তেমনি স্বপ্ন পূরণ হলো সর্বকালের সেরা এই ফুটবলারেরও।

বহুল প্রতীক্ষিত বিশ্বকাপ ট্রফি নিয়ে মধ্যরাতেই দেশে ফিরেছে লিওনেল মেসির দল। রাজধানী বুয়েন্স আয়ার্সে পা দেয়ার পর ভক্তদের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হলো তাঁরা। মঙ্গলবার ভোর থেকেই বিমানবন্দরের বাহিরে লক্ষ লক্ষ মানুষ তাঁদের ফেরার অপেক্ষায় ছিল।

প্রায় ১ লক্ষ ৭৫ হাজার মানুষ অ্যাপের মাধ্যমে বিমানবন্দর থেকে তাঁদের ফেরার প্রহর গুণছিলেন। বিমানবন্দরের বাহিরে ছিল একটি বিশেষ বাস যেখানে ছিল চ্যাম্পিয়ন। বিমানবন্দর থেকে বের হন আলবিসিলেস্তেরা।

বিমান থেকে প্রথমেই বিশ্বকাপ ট্রফি নিয়ে মাঠে নেমে আসেন লিওনেল মেসি এবং কোচ স্কালোনি। আর্জেন্টাইন ফুটবল সংস্থা (এএফএ) টুইট করে জানিয়েছে, বুয়েন্স আয়ার্সের ওবেলিস্কে মঙ্গলবার সমর্থকদের সঙ্গে উৎসবে মাতবে গোটা আর্জেন্টিনা দল

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img