২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার

নাসিমের বাংলাদেশকে বিদায়

- Advertisement -

বিপিএলকে বিদায় দিয়ে পাকিস্তানে ফিরে গেলেন নাসিম শাহ। ২২ জানুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলতে বাংলাদেশ আসেন পাকিস্তানের ফাস্ট বোলার নাসিম শাহ। কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে তিন ম্যাচ খেলে বৃহস্পতিবার নিজ দেশে ফিরে গেছেন ১৯ বছর বয়সী এই ফাস্ট বোলার।

পিএসএল ফ্র্যাঞ্চাইজিগুলোর অনুরোধে বিপিএল থেকে পাকিস্তানি ক্রিকেটারদের ২ ফেব্রুয়ারির মধ্যে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যাওয়ার আগে কুমিল্লা ভিক্টোরিয়ানিসকে মেনশন করে টুইটারে লিখেছেন, “বিদায় বাংলাদেশ। প্রথমবারের মতো বিপিএল খেলার অভিজ্ঞতা চমৎকার। এখানে প্রতিটা মূহুর্ত উপভোগ করেছি। আগামী ম্যাচগুলোর জন্য কুমিল্লা ভিক্টোরিয়ানসকে শুভ কামনা জানাই। সবার সাথে আবারো দেখা হবে।” 

বিপিএলে ঢাকায় এক ম্যাচ এবং সিলেট পর্বের দুই ম্যাচ খেলেছেন নাসিম। তিন ম্যাচে ১২ ওভার বল করে নিয়েছেন ৭ উইকেট; ইকোনমি ৬.২৫। সেরা বোলিং স্পেল ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে ১২ রানে চার উইকেট।১৩ ফেব্রুয়ারি শুরু হবে পিএসএল, নাসিম খেলবেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img