১৭ এপ্রিল ২০২৪, বুধবার

নিজেকে কোন উচ্চতায় নিচ্ছেন ব্রাভো?

- Advertisement -

দুইদিন আগেই এক বন্ধু গড়েছিলেন স্বীকৃত টি-টোয়েন্টিতে ৬০০ ম্যাচ খেলার রেকর্ড। একদিন পর আরেক বন্ধুও প্রবেশ করলেন ‘ছয়শো’র’র ক্লাবে৷ তবে ম্যাচের নয়, উইকেটের। প্রথমজন কাইরন পোলার্ড আর দ্বিতীয় জন ডোয়াইন ব্রাভো। স্বীকৃতি টি-টোয়েন্টিতে ব্রাভোর উইকেট সংখ্যা এখন ৬০০৷

বৃহস্পতিবার ‘দ্য হান্ড্রেডে’ নর্দার্ন সুপারচার্জার্স এবং ওভাল ইনভিন্সিবলসের ম্যাচ শুরুর আগে এই কীর্তিতে নাম লেখাতে এই ক্যারিবিয়ানের দরকার ছিলো দুই উইকেট। ওভালের দুই ব্যাটসম্যান রাইলি রুশো এবং স্যাম ক্যারেনের উইকেট নিয়ে পূর্ণ করেন ৬০০ উইকেট। যার জন্য ব্রাভোকে বল করতে হয়েছে ৫১৬ ইনিংস৷

টি-টোয়েন্টিতে ব্রাভো এখন ৬০০ উইকেটের মালিক…

প্রথম ক্রিকেটার হিসেবে প্রবেশ করলেন ৬০০০ রান এবং ৬০০ উইকেটের মাইলফলকের ক্লাবে৷ এই টুর্নামেন্ট মূলত ১০০ বলের হলেও এর পরিসংখ্যান এবং রেকর্ড যুক্ত হয় স্বীকৃত টি-টোয়েন্টির সাথেই৷

টি-টোয়েন্টি ক্রিকেটে ব্রাভো ৬০০ উইকেটের কীর্তি স্পর্শ করলেও এখনো পর্যন্ত কোনো বোলার ৫০০ উইকেটের কীর্তিও স্পর্শ করতে পারেননি৷ ৪৬৬ উইকেট নিয়ে দুইয়ে আছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান৷ তিনে আছেন আরেক ক্যারিবিয়ান অলরাউন্ডার সুনীল নারিন৷ তার শিকার ৪৬০ উইকেট। বাংলাদেশি বোলারদের মাঝে ৪১৬ উইকেট নিয়ে সবার ওপরে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img