১৯ মার্চ ২০২৪, মঙ্গলবার

নেইমারের ফেরায় চাপে আছেন দক্ষিণ কোরিয়ার কোচ!

- Advertisement -

একের পর এক ইনজুরি, অসুস্থতা। গ্যাব্রিয়েল জেসুস ও অ্যালেক্স তেলেস চোট পেয়ে ছিটকে পড়েছেন বিশ্বকাপ থেকেই। তবে সব ঠিকঠাক থাকলে নেইমার ফিরছেন, ফিরছেন দানিলোও। বলা যায়, বেশ স্বস্তি নিয়েই মঙ্গলবার স্টেডিয়াম ৯৭৪-এ বাংলাদেশ সময় রাত ১টায় দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।

গ্রুপ পর্বে চমক দিয়েই রাউন্ড অব সিক্সটিনে উঠলেও ব্রাজিলিয়ানদের চেয়ে অনেকটাই পিছিয়ে কোরিয়ানরা। ব্রাজিল এবং দক্ষিণ কোরিয়া এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ৭ বার, যেখানে আধিপত্য পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। সাত ম্যাচের মধ্যে ৬টায় জিতেছে হলুদ শিবির, দক্ষিণ কোরিয়ার জয় এক ম্যাচে।

গেল জুনে শেষ দেখায় দক্ষিণ কোরিয়াকে ৫-১ গোলে হারিয়েছে ব্রাজিল

তবে, বিশ্বকাপে এখনও ব্রাজিল-দক্ষিণ কোরিয়া কোনো ম্যাচ খেলেনি, ৬টাই ছিল ফ্রেন্ডলি ম্যাচ। গেল জুনেই সবশেষ ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছিল তিতের শিষ্যরা। শেষ চার ম্যাচে হিয়ং মিন সনের দলকে লাতিন আমেরিকার দলটা দিয়েছে ১৩ গোল। সব মিলিয়ে ৭ ম্যাচে দক্ষিণ কোরিয়ার ৫ গোলের বিপরীতে ব্রাজিল দিয়েছে মোট ১৬ গোল।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যামেরুনের কাছে হারলেও এ ম্যাচে দলের ওপর পুরোপুরি আস্থা রাখছেন তিতে। নাটকীয়ভাবে নকআউট স্টেজে ওঠা কিম-লিদের পর্তুগিজ কোচ পাওলো বেন্তোও সংবাদ সম্মেলনে স্বীকারও করেছেন, নেইমার ফেরায় বেশ চাপেই আছে তার দল। এ প্রসঙ্গে তিনি বলেন, “যদি বলি, নেইমার ছাড়া ব্রাজিলের চেয়ে নেইমারসহ ব্রাজিলের সঙ্গে খেলতে আমার ভালো লাগবে, তাহলে তা ভণ্ডামি হবে।‌” 

২০০২ বিশ্বকাপের সেমিফাইনাল খেলার অনুপ্রেরণা থেকে এশিয়ান দলটা যদি লাতিন আমেরিকার দলটাকে হারিয়েই দেয় সেটা হবে কাতার বিশ্বকাপ, এমনকি ফুটবল বিশ্বকাপের ইতিহাসেও বড় অঘটন!

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img