২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

পরবর্তী বিশ্বকাপের জন্য মেসির জার্সি রেডি থাকবে: লিওনেল স্কালোনি

- Advertisement -

রবিবার রাতে লুসাইলে অবশেষে লিওনেল মেসির হাতে উঠলো বিশ্বকাপের সোনালি ট্রফি। যার ফলে সেই বহুল প্রতীক্ষিত বিশ্বকাপ  নামক কাব্যের নায়ক হতে পেরেছেন এলএমটেন। সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে হারানোর পর মেসি জানিয়েছিলেন এবারের বিশ্বকাপই  হবে নাকি তাঁর শেষ বিশ্বকাপ। যার ফলে বিশ্বকাপ পরবর্তী সময়ে আর্জেন্টিনার জার্সি গায়ে তাঁর মাঠ মাতানো নিয়ে দেখা দিয়েছিল শঙ্কা।

তবে এর মধ্যে আশার বাণী শুনালেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্কালোনি। পরের বিশ্বকাপে মেসির খেলা প্রসঙ্গে তিনি বলেন, “ কেনো না? আর্জেন্টিনা দলকে এখনো অনেক কিছু দেয়ার সামর্থ্য আছে মেসির। সে চাইলে পরবর্তী বিশ্বকাপের জন্যও তাঁর জন্য ১০ নম্বর জার্সি প্রস্তুত থাকবে”

এছাড়া ড্রেসিং রুমে মেসির ইমপ্যক্ট নিয়ে স্কালোনি আরো বলেন, “ নিজের ফুটবল ক্যারিয়ারে মেসি যা চেয়েছে তাই করতে পেরেছে। দলের সবার মধ্যেই প্রবল আত্মবিশ্বাসের সঞ্চার করেছেন তিনি। ড্রেসিং রুমে এমন প্রভাব বিস্তারি খেলোয়াড় এর আগে আমি দেখিনি”  

স্কালোনির বক্তব্যের পর ভক্তদের প্রত্যাশার পালে আরো হাওয়া লাগিয়েছেন লিওনেল মেসি নিজেই। তিনি বলেছেন, “ আমি চ্যাম্পিয়ন হিসেবেই আর্জেন্টিনা জার্সি গায়ে আরো খেলতে চাই”

মেসির কাঁধে চড়েই ৩৬ বছর  পর অধরা বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে আর্জেন্টিনা। পুরো টুর্নামেন্ট জুড়েই দূর্দান্ত খেলতে থাকা মেসি দলকে ফাইনালে নিয়ে গিয়ে থেমে থাকেননি। বরং সেই ম্যাচেও করেছেন জোড়া গোল। পেয়েছেন গোল্ডেন বলও। মেসিই একমাত্র খেলোয়াড় যিনি দুই বিশ্বকাপে পেয়ছেন গোল্ডেন বল।

মেসি মানেই তো অনন্য কিছু। মেসি মানেই তো অসম্ভবকে সম্ভব করা। তাইতো ৭ বার বিশ্বের বর্ষসেরা খেলোয়াড় হওয়া যখন বিশ্বের অন্যান্য ফুটবলারের কাছে প্রায় অসম্ভব সেখানে মেসি দেখিয়েছেন কীভাবে এমন পথ পাড়ি দিতে হয়। সেক্ষেত্রে ৩৯ বছর বয়স পর্যন্ত খেলা অন্য ফুটবলারর কাছে অনেকটা অসম্ভব মনে হলেও, তা একমাত্র মেসির পক্ষেই সম্ভব।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img