আগামী জুনের শেষেই পিএসজির সাথে চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে লিওনেল মেসির। পিএসজির সাথে আর্জেন্টাইন এই সুপার স্টার যে আর চুক্তি নবায়ন করবেন না তা একপ্রকার নিশ্চিত। মেসির সম্ভাব্য গন্তব্য কোথায় হতে পারে, ফুটবল বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন এই খবর। সম্ভাব্য গন্তব্য হিসেবে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে সৌদি ক্লাব আল হিলালের নাম। এছাড়াও তার সাবেক ক্লাব বার্সেলোনা ও যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামীরও কথা শোনা যাচ্ছে। তবে মেসি নাকি আল হিলালের হয়েই খেলবেন এমনটাই খবর দিয়েছে ফ্রান্সের গণমাধ্যমগুলো।
এর আগে বার্তা সংস্থা ‘এএফপি’ জানিয়েছিল সৌদি আরবের একটি ক্লাবের সাথে নাকি ইতোমধ্যে চুক্তি করেছেন মেসি। ঠিক তখনি ইন্সটাগ্রামে একপোস্টের মাধ্যমে মেসির বাবা ও তার এজেন্ট হোর্হে মেসি জানান, কোনো ক্লাবের সাথেই নাকি চুক্তি হয়নি পিএসজি তারকার। কিন্তু সম্প্রতি শোনা যাচ্ছে আল নাসর তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে নাকি প্রায় দ্বিগুন বেতনের চুক্তিতে আল হিলালে যাচ্ছেন।

সৌদি লিগে আল নাসরের প্রতিদ্বন্দ্বি ক্লাব আল হিলাল। তারা যেভাবেই হোক মেসিকে তাদের দলে পেতে চায়। মেসি আল হিলালে যোগ দিবেন কিনা এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও মেসি আল হিলালে যোগ দেবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয়। সাবেক ক্লাব বার্সেলোনাও মেসিকে পেতে আগ্রহী। তারাও নাকি পিএসজি তারকাকে তাদের আগ্রহ জানিয়েছে। দেখা যাক পিএসজির সাথে চুক্তি শেষে কোথায় যোগ দেন মেসি।