পুত্র সন্তানের বাবা হলেন যুবরাজ সিং। স্ত্রী হ্যাজেল কিচের কোল আলোকিত করে যে এসেছে ফুটফুটে এক সন্তান, তা টুইট করে জানিয়েছেন ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার। সেইসাথে অনুরোধ করেছেন সন্তান সম্পর্কিত যাবতীয় গোপনীয়তা রক্ষা করতে। এমনকি পুত্র সন্তানের ছবিও পোস্ট করেননি যুবরাজ।
❤️ @hazelkeech pic.twitter.com/IK6BnOgfBe
— Yuvraj Singh (@YUVSTRONG12) January 25, 2022
“আমাদের সকল ভক্ত সমর্থক, পরিবার এবং বন্ধুদের জানাতে চাই যে, ইশ্বর আমাদের এক পুত্র সন্তান আশীর্বাদ করেছেন। আশা করি আমাদের সন্তানের ব্যাপারে যাবতীয় গোপনীয়তা রক্ষা করতে আপনারা সাহায্য করবেন।” -টুইটে জানিয়েছেন যুবরাজ সিং
২০১৬ সালের ৩০ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন যুবরাজ-কিচ। গোয়ায় ভীষণ জাঁকজমকপূর্ণভাবে আয়োজিত বিয়েতে উপস্থিত ছিলেন বলিউড এবং ক্রিকেটাঙ্গনের বড় বড় তারকারা। পরিবারের নতুন অতিথিকে শুভেচ্ছা আর শুভকামনা জানিয়েছেন অগণিত ভক্ত। সকলকে ভালোবাসাও জানিয়েছেন যুবরাজ, “হ্যাজেল এবং আমার পক্ষ থেকে আপনাদের প্রত্যেকের প্রতিই ভালোবাসা।”