১২ মে ২০২৫, সোমবার

পেস বোলিং ইউনিট নিয়ে আশাবাদী তাসকিন

- Advertisement -

একটা সময় বাংলাদেশ স্পিন নির্ভর দল ছিল। স্পিনকে কেন্দ্র করে পরিকল্পনা করতেন অধিনায়ক ও টিম ম্যানেজমেন্ট। কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সাফল্যের পিছনে বড় অবদান রাখছেন পেস বোলাররা। দলের প্রয়োজনীয় মুহুর্তে উইকেট এনে দিয়ে ম্যাচ জেতাচ্ছেন তাসকিন আহমেদ-মুস্তাফিজুর রহমানরা। বর্তমানে বাংলাদেশের পেস আক্রমণকে নেতৃত্ব দিচ্ছেন তাসকিন আহমেদ। এছাড়াও হাসান মাহমুদ, মুস্তাফিজ, ইবাদত হোসেন, শরীফুল ইসলামসহ বেশকিছু পেসার আস্থা যোগাচ্ছেন টিম ম্যানেজমেন্টকে।

বাংলাদেশের পেস বোলার ইউনিটকে নিয়ে আশাবাদী তাসকিনও। অলরাউন্ডারকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বাংলাদেশে এখনো ওয়াকার ইউনুস-ওয়াসিম আকরামদের মতো পার্টনারশীপ কেনো গড়ে উঠেনি এমন প্রশ্নের জবাবে ডানহাতি এই পেসার বলেন, “বোলিং পার্টনারশিপ হয়তো ঐভাবে গড়ে উঠে নাই। হয়তো ছোট ছোট হইছে, লম্বা সময়ের জন্য এখনো হয়নি। কিন্তু আমি খুব আশাবদী যে, সামনে হবে ইনশাআল্লাহ। কারণ এখন যেই পেস বোলিং ইউনিটের সবাই প্রায় তিন বছর ধরে একসাথে খেলছি এইটা যদি আল্লাহ চায়, আরও দুইটা বিশ্বকাপ কন্টিনিউ করতে পারি। তাহলে হয়তো এখান থেকেও পার্টনারশিপ দেখতে পারবেন ইনশাআল্লাহ”   

সাম্প্রতিক সময়ে বাংলাদের জয়ে বড় ভুমিকা রাখছেন পেসাররা

পেস ইউনিটের সবার সাথেই পার্টনারশীপ গড়া নিয়ে কথা হয় বলে জানান তাসকিন। তিনি বলেন, “আমরা সবাই একজন আরেকজনের এক্সপেরিয়েন্স শেয়ার করি। সবাই অনেক ভাল টিমমেট, যখন যার মনে যা আসে কেউ লুকাই রাখে না। আমরা যারা সবাই আছি আমরা সবাই চাচ্ছি আল্লাহ যাতে আমাদের সুস্থ রাখে এবং ইমপ্রুভমেন্ট নিয়ে অনেক কাজ করছি”

এশিয়া কাপের আগে আফগানিস্তানের সাথে সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজের ক্যাম্পে ইতোমধ্যে যোগ দিয়েছেন পেসাররা। এই সিরিজের পরই বিশ্বকাপ ও এশিয়া কাপের জন্য দল ঘোষণা করবে টিম ম্যানেজমেন্ট।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img