২৪ এপ্রিল ২০২৪, বুধবার

‘প্রতি ম্যাচের আগে রোনালদোকে পর্তুগালে পাঠিয়ে দেয়া উচিত’

- Advertisement -

ম্যানচেস্টার ডার্বিতে স্কোয়াডে ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ স্ট্রাইকারের না থাকা নিয়ে পক্ষে-বিপক্ষে অসংখ্য কথা তো হয়েছেই, কেউ কেউ ভেবেছেন ‘বোধহয় বড় কোনো ইনজুরিতেই পড়েছেন সিআরসেভেন’! পরে অবশ্য জানা গেছে রোনালদো হঠাৎ করেই নিজ দেশ পর্তুগালে গিয়েছিলেন। সেখান থেকে ফিরেই মাত্র একদিনের অনুশীলনে টটেনহামের বিপক্ষে রোনালদোর অতিমানবীয় পারফরম্যান্স! প্রিমিয়ার লিগে ১৪ বছর ৫৯ দিন পর হ্যাটট্রিক!

রোনালদোর তিন গোলে ৩-২ ব্যবধানে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যাচ শেষে নিজের অনুভূতি জানিয়েছেন ম্যান ইউনাইটেড কোচও। এমনকি করেছেন মজাও, “ও যেভাবে খেলল, তা দেখে আমরা আরও ঠাট্টা করছিলাম যে প্রতি ম্যাচের আগে ওকে দুই-তিন দিনের জন্য পর্তুগালে পাঠিয়ে দেওয়া উচিত। ওই তিন দিন ওকে অনুশীলন করতে হবে না, একেবারে বৃহস্পতিবার এসে অনুশীলন করবে। তাতে যদি প্রতি ম্যাচে ওর পারফরম্যান্স এমন হয়!”

কোচ রাংনিকের সাথে রোনালদো

নিজের ঘরে ফেরার পর কম কথা শুনতে হয়নি পর্তুগিজ সুপারস্টারকে। আগের মতো খেলতে পারেন না, বয়স হয়ে গেছে, দলের জন্য বোঝা আরও কতো কী! সব সমালোচনার জবাব এক ম্যাচেই দিয়ে দিলেন রোনালদো। ম্যাচশেষে পগবার কণ্ঠ থেকে যেই কথাটা বেরিয়ে এলো, সেটা সম্ভবত সকল রোনালদো-ভক্তেরই, “আপনার দলে যদি ইতিহাসের সেরা স্ট্রাইকার থাকে, তাহলে সমস্যা সৃষ্টি হওয়ার কথাও নয়। আজ সে দেখিয়ে দিল, সে কেন ক্রিস্টিয়ানো রোনালদো।”

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img