১২ মে ২০২৫, সোমবার

প্রথম ইনিংস শেষে রানের পাহাড়ে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল

- Advertisement -

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচে টসে জিতে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংস শেষে বড় সংগ্রহ পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। প্রথম ইনিংস শেষে ক্যারিবিয়ানদের সংগ্রহ ৪৪৫ রান।

প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে রানের খাতা খোলার আগেই প্রথম উইকেট হারায় ক্যারিবিয়ানরা। কার্ক ম্যাকেঞ্জিকে শূণ্য রানে আউট করেন শরিফুল ইসলাম। দ্রুত প্যাভিলিয়নে ফিরে যান তিনে নামা জ্যাক ম্যাকেস্কিও। এরপর দলের হাল ধরেন ওপেনার ত্যাগনারায়ণ চন্দরপল ও স্টিভেন অ্যাথানজি। শুরুর ধাক্কা সামলে দুজনে গড়েন ৮১ রানের জুটি। দলীয় ৮৩ রানে অ্যাথানাজিকে আউট করে জুটি ভাঙ্গেন নাসুম আহমেদ।

এরপর ক্রিজে এসে অধিনায়ক জশুয়া ডি সিলভা ওয়ানডে স্ট্রাইলে ব্যাটিং করতে থাকেন। তাকে যোগ্য সঙ্গ দেন বাঁহাতি ব্যাটার চন্দরপল। ৯৪ বল খেলে ৮২ রান করে আউট হন সিলভা। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি চন্দরপলও। সেঞ্চুরি মিসের হতাশা নিয়ে ফিরতে হয় তাকেও। ১৬০ বল খেলে ক্যারিবিয়ান ইনিংসের ব্যক্তিগত সর্বোচ্চ ৮৩ রান করে আউট হন তিনি।  এরপর দলের হাল ধরেন কেভিন সিনক্লেয়ার ও কেলভিন জর্ডান। কেলভিন ৪৭ রান করে প্যাভিলিয়নে ফিরলেও ফিফটি তুলে নিয়েছেন সিনক্লেয়ার। নবম উইকেট হিসেবে আউট হওয়ার আগে করেন ১২২ বলে ৬০ রান।

বাংলাদেশের হয়ে নাসুম আহমেদ নিয়েছেন ৪টি উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন মুশফিক হাসান ও শরিফুল ইসলাম। ১টি করে উইকেট নিয়েছেন মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img