২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার

ফাইনাল শেষে বিসিসিআইকে কতগুলো গাছ লাগাতে হচ্ছে

- Advertisement -

সবুজায়নের ওপর বিশেষ জোর দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। সেই পরিকল্পনা থেকেই আইপিএলের প্লে-অফ থেকে প্রতি ডট বলে ৫০০টি করে গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। এবারের আইপিএল শেষ হওয়ার পর গোটা ভারত জুড়ে ডট বলের হিসাব অনুযায়ী চারাগাছ লাগানো হবে। ফাইনাল শেষে কতগুলো গাছ লাগাতে হবে চলুন দেখে নেই,

প্রথম কোয়ালিফায়ারে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে গুজরাট টাইটান্সের মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস। সে ম্যাচে গুজরাটকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ধোনির দল। প্রথম কোয়ালিফায়ারের এই ম্যাচে দুই দল মিলে ডট বল খেলেছিল মোট ৮৪টি। প্রতি ডট বলে ৫০০টি করে গাছের হিসেবে সেই ম্যাচে ৪২,০০০টি গাছ লাগাতে হবে আইপিএল কর্তৃপক্ষকে।

এলিমিনেটরে মুম্বাই ইন্ডিয়ান্স ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের ম্যাচে দুই দল মোট ডট বল খেলেছে ৯৬টি। ডট বলের  হিসেব অনুযায়ী ৪৮,০০০ গাছ লাগাতে হবে। ওই ম্যাচে আকাশ মাধওয়াল ৩.৩ ওভারে মাত্র ৫ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন। সে ম্যাচে ১৭টি ডট বল দিয়েছিলেন তিনি।

দ্বিতীয় কোয়ালিফায়ারে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুম্বাইয়ের মুখোমুখি হয়েছিল গুজরাট। সে ম্যাচে ডট বল হয়েছে মোট ৫৩টি। ডট বলের হিসেবে ২৬,৫০০ গাছ লাগাতে হবে।

সোমবার আহমেদাবের একই ভেন্যুতে গুজরাটকে হারিয়ে পঞ্চম শিরোপা জিতেছে চেন্নাই। ফাইনালে দুই দল ডট বল খেলেছ মোট ৪৫টি, যার ফলে ২২,৫০০টি গাছ লাগাতে হবে আইপিএল কর্তৃপক্ষকে।

সব মিলিয়ে ২৭৮টি ডট বল খেলেছে দলগুলো। তাই হিসেব অনুযায়ী ১,৩৯,০০০টি গাছ লাগাতে হবে আইপিএল কর্তৃপক্ষকে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img