১৮ মে ২০২৪, শনিবার

বদলি নেমে, বদলে দিলেন ম্যাচ ভাগ্য; চাহাল ম্যাজিকে ভারতের জয়

- Advertisement -

অস্ট্রেলিয়ার সাথে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতের সেরা একাদশেই ছিলেন না যুজভেন্দ্র চাহাল, রবিন্দ্র জাদেজা মাথায় বলের আঘাত পাওয়ায় “কনকাশন সাব” হিসেবে মাঠে নামার সুযোগ পান তিনি। বাজিমাত করেছেন ২৫ রানে ৩ উইকেট নিয়ে, হয়েছেন ম্যাচ সেরা। জয়ে শুরু ভারতের টি-টোয়েন্টি সিরিজ।

আগে ব্যাট করে ৭ উইকেটে ১৬১ তোলে ভারত। ৫ চার আর ১ ছক্কায় ওপেনার লোকেশ রাহুল ৪০ বলে করেন ৫১ রান। ভারতীয় মিডল অর্ডারের ব্যর্থতা পুষিয়েছেন রবিন্দ্র জাদেজা, সাত নম্বরে নেমে ২৩ বলে নটআউট ৪৪ করেছেন (৫ চার ও ১ছক্কা)।

ওয়ানডে সিরিজের মতো টি-টোয়েন্টিতেও অজিদের শুরুটা হয়েছিলো দারুণ, পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৫৩ তোলেন অ্যারন ফিঞ্চ এবং ডি’আর্চি শর্ট। দুজনেই ফিরেছেন তিরিশ পার করে। ফিঞ্চ ৩৫ এবং ডি’আর্চি শর্ট ৩৪।

এরপরই স্পিনের ঘূর্ণিতে ম্যাচের ভাগ্য ঘুরিয়ে দেন চাহাল। ফিঞ্চ আর স্মিথের পর ফিরিয়েছেন ম্যাথু ওয়েডকে। চাহালের মতোই তিন উইকেট পেয়েছেন পেসার নটরাজন, ৪ ওভারে খরচ করেছেন ৩০ রান। ২০ বলে ৩০ করলেও শেষ পর্যন্ত অজিদের জেতাতে পারেননি মোয়েসিস হেনরিকস। ১১ রানে জিতেছে ভারত।

সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি ৬ এবং ৮ ডিসেম্বর, সিডনিতে।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ১৬১/৭ (রাহুল ৫১, জাদেজা ৪৪*; হেনরিকস ৩/২২, স্টার্ক ২/৩৪)

অস্ট্রেলিয়া: ১৫০/৭ (ফিঞ্চ ৩৫, ডি’আর্চি ৩৪; চাহাল ৩/২৫, নটরাজন ৩/৩০)

ম্যাচ সেরা: যুজভেন্দ্র চাহাল (ভারত)

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img