২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার

বিপিএলে বাংলাদেশি ব্যাটারদের দাপট

- Advertisement -

বিপিএলের শুরুর বিতর্ক ছাপিয়ে গেছে মাঠের পারফর্ম্যান্স। তৌহিদ হৃদয়, জাকির হাসানদের মতো তরুণ ব্যাটাররা যেভাবে নজর কেড়েছেন তেমনি সাকিব আল হাসান, নাসির হোসেনও ব্যাট হাতে দারুণ ধারাবাহিক। সবমিলিয়ে সেরা পাঁচ রান সংগ্রাহকের মধ্যে চারজনই বাংলাদেশী। লিস্টের একমাত্র বিদেশী পাকিস্তানের ইফতিখার আহমেদ।

এখন পর্যন্ত বিপিএলে রান সংগ্রাহকদের তালিকায় সবার উপরে আছেন নাজমুল হোসেন শান্ত। এই বিপিএলে এ পর্যন্ত শান্ত খেলেছেন ১০ ম্যাচ। ১১৪.৪৬ স্ট্রাইক রেটে মোট  রান করেছেন ৩৫৬। সিলেট স্ট্রাইকার্সের এই ওপেনারের ব্যাটিং গড়  ৪৪.৫০।

তালিকার দুই নম্বর নাম ঢাকা ডমিনেটর্সের নাসির হোসেন। গত বিপিএলে দল না পাওয়া নাসির হোসেন চলতি বিপিএলে ব্যাটে-বলে দুর্দান্ত। এখন পর্যন্ত ১০ ম্যাচে ৫৬.৬৬ গড় আর ১২৬.৩৯ স্ট্রাইক রেটে করেছেন ৩৪০ রান।

তিন নম্বরে রয়েছেন রয়েছেন ফরচুন বরিশালের ক্যাপ্টেন সাকিব আল হাসান। ৯ ম্যাচে ১৮১ স্ট্রাইক রেটে রান করেছেন ৩১১। সিলেট পর্বের আগে ছিলেন তালিকার শীর্ষে।

চার নম্বরে রয়েছেন খুলনা টাইগার্সের ওপেনার তামিম ইকবাল। ৯ ম্যাচে ৩৭.৬২ আর ১২৩.৩৬ স্ট্রাইকরেটে করেছেন ৩০১ রান। সেরা পাঁচে থাকা একমাত্র বিদেশী পাকিস্তানের ইফতিখার আহমেদ। ৯ ম্যাচে ৫৯.২০ গড় আর ১৬০.৮৬ স্ট্রাইক রেটে করেছেন ২৯৬ রান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img