২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

বিপিএলে সর্বোচ্চ পারিশ্রমিক ৮০ লক্ষ টাকা, থাকছে না উদ্বোধনী অনুষ্ঠান

- Advertisement -

রোববার চূড়ান্ত হয়েছিল সাত ফ্রাঞ্চাইজির নাম। সোমবার গর্ভনিং কমিটির পক্ষ থেকে খোলাসা করা হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের নানা বিষয়। দেশীয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক ধরা হয়েছে ৮০ লক্ষ টাকা, বিদেশীদের বেলায় ৮০ হাজার ইউএস ডলার। এছাড়াও সরাসরি একজন দেশী ক্রিকেটারে সাথে দলগুলো চুক্তি করতে পারবে। থাকছে না কোনো আইকন ক্রিকেটার। খরচ কমিয়ে আনতে কোনো উদ্বোধনী অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আসন্ন টুর্নামেন্টে দেশি ক্রিকেটারদের জন্য ৬টি এবং বিদেশিদের জন্য ৫টি ক্যাটাগরিতে পারিশ্রমিকের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে।

বিপিএলে অংশগ্রহণকারী দেশি-বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিকের ভিত্তিমূল্য:

‘এ’ ক্যাটাগরি:  ৮০ লাখ (দেশি), ৮০ হাজার ডলার (বিদেশি)

‘বি’ ক্যাটাগরি: ৫০ লাখ (দেশি), ৬০ হাজার ডলার (বিদেশি)

‘সি’ ক্যাটাগরি: ৩০ লাখ (দেশি), ৪০ হাজার ডলার (বিদেশি)

‘ডি’ ক্যাটাগরি: ২০ লাখ (দেশি),  ৩০ হাজার ডলার (বিদেশি)

‘ই’ ক্যাটাগরি: ১৫ লাখ (দেশি), ২০ হাজার ডলার (বিদেশি)

‘এফ’ ক্যাটাগরি: ১০ লাখ (দেশি), —

‘জি; ক্যাটাগরি: ৫ লাখ (দেশী, —

৫ জানুয়ারি থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। মোট তিন ভেন্যু- ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে ম্যাচ অনুষ্ঠিত হবে।

 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img