২০ মে ২০২৪, সোমবার

বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে অবসরে কলিন মুনরো

- Advertisement -

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ড দলে  সুযোগ না হওয়ায় আর্ন্তজাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন কলিন মুনরো। প্রত্যাশা করেছিলেন ফ্রাঞ্চাইজি ক্রিকেটের ফর্ম দিয়ে দলে জায়গা করে নিবেন । দেশের হয়ে সবশেষ ম্যাচ খেলেছেন টি-টোয়েন্টি ফরম্যাটে।

৩৭ বছর বয়সী মুনরো নিউজিল্যান্ডের হয়ে ১ টেস্ট, ৫৭ ওয়ানডে এবং ৬৫ টি-টোয়েন্টি ম্যাচ খেলেন। তিন ফরম্যাট মিলিয়ে ৩০১০ রান করেন ব্যাট হাতে । ২০১৪, ২০১৬ বিশ্বকাপ আর ২০১৯ বিশ্বকাপের সদস্য ছিলেন।

দেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বেোচ্চ ৩ শতক হাঁকিয়েছেন। অবসরের কারন হিসেবে তিনি জানান, ‘যদিও জাতীয় দলের হয়ে অনেক দিন খেলা হয়নি, কিন্তু ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টির ফর্ম দিয়ে জাতীয় দলে ফেরার আশা আমি কখনোই ছাড়িনি। টি–টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার পরিপ্রেক্ষিতে এই অধ্যায়টা আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়ার এখনই সঠিক সময়।’

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img