২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার

বিশ্বকাপে কোনো ম্যাচ না জিতলেও দলগুলো পাবে ৯০ লক্ষ ডলার

- Advertisement -

কোন দেশ বিশ্বকাপ জিতুক বা না জিতুক তারপরও পাচ্ছে মোটা অংকের টাকার পুরস্কারমূল্য। গত বারের চাইতে বিশ্বকাপের পুরস্কারমূল্য এবার বাড়ানো হয়েছে। ফিফা কর্তপক্ষ ফাইনাল জয়ের পুরস্কারের অর্থও বাড়িয়েছেন।

রবিবার থেকে শুরু হতে যাচ্ছে এবারের ফুটবল বিশ্বকাপ আসর। কাতারে “গ্রেটেস্ট শো অন আর্থ” এ মাঠের লড়াইয়ে নামবে ৩২টি দেশ। শেষমেশ কার হাতে উঠবে ট্রফি তা জানার জন্য অপেক্ষা করতে হবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। তবে বিশ্বকাপ ফাইনাল পর্যন্ত না গেলেও থাকছে বিরাট অঙ্কের টাকার পুরস্কারমূল্য। ফলে প্রতিটি পর্বেই রয়েছে আগের থেকে বেশি টাকা।

২০২২ বিশ্বকাপে ফাইনাল জিতলে পাচ্ছেন সব মিলিয়ে ৪৪ কোটি ডলার যা ফুটবল ইতিহাসের সর্বোচ্চ পুরস্কারমূল্য। গত বারের চেয়ে এবার ৪ কোটি ডলার বেশি দেবে ফিফা। ২০১৪ বিশ্বকাপেও সেটা ৩৫ কোটি ৮০ লক্ষ ডলার ছিল। ফিফার নিয়ম অনুযায়ী, প্রতিটি দেশই কিছু না কিছু অর্থ পাবে। যত দূর যাবে দল গুলো, ততই বেশি অর্থ পাওয়ার সুযোগ থাকবে।

গ্রুপ পর্ব থেকেই যারা বিদায় নিবে, প্রত্যেকে ৯০ লক্ষ ডলার পাবে। সেকেন্ড রাউন্ডে বিদায় নিলেও পাবে ১ কোটি ৩০ লক্ষ ডলার। এছাড়াও কোয়ার্টার ফাইনালে বিদায় নিলে পাবেন ১ কোটি ৭০ লক্ষ ডলার । সেমিফাইনালের চতুর্থ দল পাবে ২ কোটি ৫০ লক্ষ ডলার । তৃতীয় স্থানে যে দল থাকবে তারা পাবেন ২ কোটি ৭০ লক্ষ ডলার। আর রানার্স-আপ পাবেন ৩ কোটি ডলার। যারা চ্যাম্পিয়ন ট্রফি জিতবে তারা পাবে ৪ কোটি ২০ লক্ষ ডলার।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img