২৯ মার্চ ২০২৪, শুক্রবার

বিশ্বকাপ খেলতে সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজকে মেলাতে হবে যেসব হিসেব-নিকেশ

- Advertisement -

দশ দল নিয়ে অক্টোবরে ভারতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। স্বাগতিক হিসেবে সরাসরি বিশ্বকাপে খেলবে ভারত। বাকি দলগুলো জায়গা পাবে সুপার লিগের পয়েন্টের হিসেবে। ১৫০ পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত টেবিল টপার নিউজিল্যান্ড। তাদের বিশ্বকাপে জায়গাও অনেকটা নিশ্চিত। আদৌতে ভারত-নিউজিল্যান্ডসহ সাত দল আন-অফিসিয়ালি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে ফেলেছে।

দশ দলের মধ্যে সরাসরি বিশ্বকাপ খেলবে আট দল। একটা পজিশনের জন্য এখন লড়াই চলছে তিন দলের মধ্যে। সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ; শেষমেশ সরাসরি বিশ্বকাপে জায়গা পাবে কোন দল? ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টি-টোয়েন্টির কারণে অস্ট্রেলিয়ার সাথে সিরিজ না খেলে ৩০ পয়েন্ট হারিয়ে বিশ্বকাপের দৌড়ে কিছুটা হলেও পিছিয়ে গেছে প্রোটিয়ারা। তবে এখনও শ্রীলঙ্কা আর ওয়েস্ট ইন্ডিজের থেকে কিছুট হলেও এগিয়ে সাউথ আফ্রিকা।

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে জয় পেয়েছে টেম্বা বেভুমার দল। তাদের এখনও বাকি ৪ ম্যাচ। ইংল্যান্ড সিরিজ শেষে সাউথ আফ্রিকা ২ ম্যাচের সিরিজ খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে। বাকি ৪ ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে ১০৯। সেক্ষেত্রে ৮ নম্বর দল হিসেবে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করবে সাউথ আফ্রিকা।

শ্রীলঙ্কার বর্তমান পয়েন্ট ৭৭। তাদের এখনও বাকি ৩ ম্যাচ, নিউজিল্যান্ডের বিপক্ষে। কিউইদের বিপক্ষে ৩ ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট হবে ১০৭, তবে নিউজিল্যান্ডের মাঠে তাদেরই বিপক্ষে সিরিজ জেতা, কিছুটা হলেও কঠিন হবে শ্রীলঙ্কার জন্য। তবে স্বাগতিকদের বিপক্ষে অন্তত ২ ম্যাচ জিততেই হবে লঙ্কানদের।

সুযোগ আছে আয়ারল্যান্ডেরও। বাংলাদেশকে ঘরের মাঠে হোয়াইটওয়াশ করতে পারলে আইরিশদের পয়েন্ট হবে ৯৮। যদিও সেটা আয়ারল্যান্ডের জন্য বেশ কঠিন। অন্যদিকে সুপার লিগের নির্ধারিত ২৪ ম্যাচই খেলে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের পয়েন্ট ৮৮। ক্যারিবিয়ানদের এখন তাকিয়ে থাকতে হবে বাকি দলগুলোর দিকে।

তবে সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ না হলেও দলগুলোর জন্য বিশ্বকাপ খেলার সুযোগ থাকছে। বিশ্বকাপের ঠিক আগে ১০ দল নিয়ে জুন-জুলাইতে জিম্বাবুয়েতে বসবে ওয়ানডে বিশ্বকাপ শেষ বাছাইপর্ব। যেখানে সুপার লিগ থেকে বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারা ৫ দলের সাথে খেলবে বিভিন্ন অঞ্চলের বাছাইপর্ব উতরে আসা আরও ৫ দল। বাছাইপর্বের দুই ফাইনালিস্ট পাবে বিশ্বকাপ খেলার সুযোগ।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img