২৯ মার্চ ২০২৪, শুক্রবার

দলকে বিশ্বকাপ জেতাতে চান রোহিত শর্মা!

- Advertisement -

সাদা বলের দুই ফরম্যাটের দায়িত্ব গ্রহণের পর থেকেই ভারত দলের অধিনায়ক রোহিত শর্মা শোনাচ্ছেন আশার বাণী। সাবেক অধিনায়ক ভিরাট কোহলির নেতৃত্বাধীন দলটি বিশ্বকাপ শিরোপা জিততে ব্যর্থ হলেও রোহিত চান দলকে বিশ্বকাপ ট্রফির স্বাদ দিতে। জানিয়েছেন, সেই লক্ষ্যেই কাজ করে যেতে চান তিনি। দলগতভাবে খেলে মেন ইন ব্লুদের নিয়ে যেতে চান সাফল্যের শিখরে।

“সামনে অনেকগুলো বিশ্বকাপ টুর্নামেন্ট আছে। আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। আমাদের উদ্দেশ্য চ্যাম্পিয়ন হওয়া। সেজন্য অবশ্যই আমাদের দলগতভাবে খেলে যেতে হবে। দলকে বিশ্বকাপ জেতাতে চাই”- রোহিত বলছিলেন   

আইপিলে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে জিতেছেন পাঁচ-পাঁচটি শিরোপা! জাতীয় দলের অধিনায়ক হিসেবে রোহিত শর্মার এবারের লক্ষ্যটা আরও বড়। দলের প্রতিটি খেলায়াড়ের সাথে রাখতে চান সুসম্পর্ক, বুঝিয়ে দিতে চান দলে তাদের ভূমিকাটা ঠিক কি, “এর আগে দলকে প্রতিনিধিত্ব করার খুব কম সুযোগ পেলেও এবার আমার সুযোগ আসেছে। কোচ এবং অধিনায়কের দায়িত্বই হলো দলের সব খেলোয়াড়ের সাথে নিয়মিত যোগাযোগ রাখা। আমিও তাদের বোঝাতে চাই, দলে তাঁদের প্রধান কাজটি কী, কীভাবে খেললে আমরা সাফল্য পেতে পারি”     

 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img