১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার

‘ভবিষ্যতের ট্রফিগুলো মিস করব, তবুও ভ্যাকসিন নিব না’

- Advertisement -

করোনা ভ্যাকসিন জটিলতায় খেলতে পারেননি অস্ট্রেলিয়ান ওপেন, একই কারণে প্রয়োজনে ফ্রেঞ্চ এবং উইম্বলডন ওপেনও খেলবেন না নোভাক জোকোভিচ। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সার্বিয়ান টেনিস তারকা।

“ভবিষ্যতের ট্রফিগুলো মিস করব, তবুও ভ্যাকসিন নিব না। আমি ভ্যাকসিন বিরোধী আন্দোলনে যুক্ত হতে চাই না, তবে প্রত্যেকের ব্যক্তিগত স্বাধীনতা আছে”- বিবিসিকে জোকোভিচ

তবে জোকোভিচের আশা দ্রুতই করোনার হাত থেকেই রেহাই পাবে বিশ্ব, “আমি বুঝতে পারছি যে, বিশ্বব্যাপী সবাই এই ভাইরাসটি নিয়ন্ত্রণে ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছে। আশা করছি, খুব শীঘ্রই এই ভাইরাসের অবসান হবে।”

প্রয়োজনে খেলবেন না ফ্রেঞ্চ এবং উইম্বলডন ওপেন

জোকোভিচের সামনে সুবর্ণ সুযোগ রাফায়েল নাদাল, রজার ফেদেরারদের ছাড়িয়ে যাওয়ার। সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়ান ওপেনে শিরোপা জিতে নাদাল একধাপ এগিয়ে গেলেও জোকোভিচের জন্য স্প্যানিশ তারকাকে ছাড়িয়ে যাওয়া খুব যে কঠিন হবে না সেটা অনুমান করাই যায়। কিন্তু, যেভাবে একের পর এক টুর্নামেন্ট মিস করতে যাচ্ছেন সার্বিয়ান এই টেনিস তারকা, তাতে করে ক্যারিয়ার শেষে নাদাল-ফেদেরারকে ছাড়িয়ে যাওয়ার স্বপ্নটা স্বপ্ন হয়েই থেকে যেতে পারে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img