১৯ মে ২০২৪, রবিবার

ভারতের চেয়ে পাকিস্তান-বাংলাদেশকে ‘না’ বলা সহজ: উসমান খাজা

- Advertisement -

পাকিস্তান ক্রিকেটে চলছে অন্ধকারাচ্ছন্ন সময়। ‘নিরাপত্তা-ঝুঁকি’র ইঙ্গিত পেয়ে গত সপ্তাহে নিউজিল্যান্ড দল প্রথম ওয়ানডের দিন সফর বাতিল করে দেশে ফিরে যাওয়া থেকে শুরু, এরপর বিভিন্ন অজুহাতে বিশ্ব ক্রিকেটের দলসমূহ পাকিস্তান সফর বাতিল করছে বা করার চিন্তাভাবনা করছে।

দলগুলোর এই আচরণকে কঠোর ভাষায় নিন্দা করেছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার উসমান খাজা। এই গোটা বিষয়টিতে শ্রেণীবৈষম্য ও আর্থিক লাভ-ক্ষতির হিসাবের তীব্র গন্ধও পাচ্ছেন খাজা। বলেছেন, এসব কারণেই পাকিস্তান ও বাংলাদেশের মতো দলদের সামান্য কিছুতেই ‘না’ করে দেওয়া সহজ।

নিউজিল্যান্ডের পর সম্প্রতি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডও পুরুষ ও নারী দলের পাকিস্তান সফর বাতিল করেছে, যদিও তারা কারণ দেখিয়েছে ‘করোনা পরিস্থিতি’ তবে গুঞ্জন আছে, নিরাপত্তাজনিত শঙ্কাতেই সফর বাতিল করেছে ইংল্যান্ড। চিন্তাভাবনা চলছে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের নীতিনির্ধারক-মহলেও; অ্যাশেজের পর যে অজিদেরও পাকিস্তান সফর রয়েছে।

Pakistan vs New Zealand: Pakistan minister's BIG CLAIM, says, 'international conspiracy' behind tour cancellation | Cricket News | Zee News
নিরাপত্তা শঙ্কায় সিরিজ বাতিল করে দেশে উড়াল দিয়েছিল নিউজিল্যান্ড

অস্ট্রেলিয়ার নাগরিক হিসেবে ক্রিকেট খেললেও জন্মসূত্রে পাকিস্তানি উসমান খাজা। পরিবারের সাথে ৫ বছর বয়সে সিডনিতে চলে আসেন খাজা। জন্মস্থানের এই পরিস্থিতিকে ‘অত্যন্ত হতাশাজনক’ হিসেবে আখ্যা দিয়ে  খাজা বলেছেন,

“পাকিস্তানকে ‘না’ বলা আসলে খেলোয়াড় ও বোর্ডগুলির জন্য খুব সহজ, কারণ এটি পাকিস্তান। পাকিস্তানের জায়গায় বাংলাদেশ হলে তাদের সাথেও একই আচরণ করা হত। কিন্তু এটি যদি ভারত হত, তাহলে দেখতেন কেউই ‘না’ করতো না। কারণ আমরা সবাই জানি যে, টাকা কথা বলে! এটিই আসল ব্যাপার”- বলেছেন খাজা

ছবিঃ ইন্টারনেট

পাকিস্তান সরকার ও ক্রিকেট বোর্ড গত একযুগ ধরে নানারকম প্রচেষ্টার মাধ্যমে পাকিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য ‘সুরক্ষিত’ প্রমাণ করার চেষ্টা করে আসছে, যেইমাত্র মনে হচ্ছিল যে বিশ্ব ক্রিকেটের দৃষ্টিভঙ্গি পাকিস্তানের প্রতি সহনীয় হয়ে আসছিলো, তখনই এই অনাহুত ঘটনা; যার ধাক্কা গিয়ে লাগছে অন্যান্য দেশের ক্রিকেটেও। যার ফলে পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ পড়ে গিয়েছে ঝুঁকির মুখে।

Recent Match Report - United vs Zalmi 26th Match 2020/21-2021 | ESPNcricinfo.com
পিএসএলে ইসলামাবাদের হয়ে খেলেছেন খাজা

“নিয়মিত বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করে পাকিস্তান বারংবার প্রমাণ করছে যে দেশটি ক্রিকেট খেলার জন্য সুরক্ষিত। আমার মনে হয় সেখানে না যাওয়ার কোন কারণই থাকতে পারে না”- আরো যোগ করেছেন খাজা

বিভিন্ন আন্তর্জাতিক সফর বাদেও ২০১৭ সাল থেকে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বেশকিছু ম্যাচও পাকিস্তানের বিভিন্ন ভেন্যুতে আয়োজন করে আসছে পিসিবি। ২০২০ পিএসএল তো পুরোটাই হয়েছে পাকিস্তানে। ২০২১ সালে পাকিস্তানে করোনার প্রকোপ না বেড়ে গেলে এবারো তাই হত। এই আসরে উসমান খাজা খেলেছিলেন ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img